OnePlus-এর আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 ভারতের বাজারে আসতে চলেছে। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার ফাঁস হয়েছে। ইতিমধ্যেই কোম্পানির পক্ষ থেকে জানা গেছে, ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে ব্যবহার করা হবে। ধারণা করা যাচ্ছে, OnePlus 15 স্মার্টফোন অক্টোবর মাসের মধ্যেই ভারতে লঞ্চ হতে পারে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, OnePlus 15 স্মার্টফোনটিতে শক্তিশালী 7,300mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং যোগ করা হবে। এর পাশাপাশি ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য IP68/IP69 রেটিং থাকবে। ফোনটিতে ট্রিপুল রেয়ার 50MP ক্যামেরা সাপোর্ট করবে। যার মাধ্যমে 4K থেকে 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করা সম্ভব। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- OnePlus 15 ফোনে 7,300mAh ব্যাটারি দেওয়া হবে।
- সাথে থাকবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর।
- ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে যোগ করবে।
OnePlus 15 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
OnePlus 15 (12GB +256GB) | ৯০,০০০ টাকা |
OnePlus 15 ফোনের স্পেসিফিকেশন ও ফিচার
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, OnePlus 15 স্মার্টফোনে 6.78 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে থাকবে। যেখানে 165Hz রিফ্রেশ রেট এবং (1440 x 3168 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। স্ক্রিন উজ্জ্বল করতে এই ফোনে 1800 নিটস ব্রাইটনেস দেওয়া হবে।
শক্তিশালী পারফরম্যান্স প্রদান করার জন্য OnePlus 15 স্মার্টফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করা হবে। এটি তৈরি হবে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে, যার ক্লক স্পিড থাকবে 3.62 GHz থেকে 4.6GHz পর্যন্ত। বর্তমানে এই ফোনটিতে 12GB র্যাম + 512GB স্টোরেজ যোগ করবে।
স্মার্টফোনটিতে ব্যবহার করা হবে 7,300mAh ব্যাটারি ও 120W ফাস্ট চার্জিং। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, নতুন মডেলের এই ফোনে 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং যোগ করবে। ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড সাপোর্ট করবে। এছাড়াও সামনের দিকে থাকবে 32 MP ফ্রন্ট ক্যামেরা।
নিরাপত্তার জন্য ফোনে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। ফোনটি কালার OS16 অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে সফটওয়্যার রান করবে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য IP68/IP69 রেটিং ব্যবহার করা হবে।
সোর্সঃ ক্লিক করুন