Google তাদের ফ্ল্যাগশিপ লেভেলের AI Gemini- কে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এতে যুক্ত করেছে নতুন ক্যানভাস ফিচার। ব্যবহারকারীরা এখন থেকে জিমিনির মাধ্যমে চ্যাটবট বা ছবি ছাড়াও, স্বয়ংক্রিয়ভাবে প্রেজেন্টেশন তৈরি করতে পারবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে।
আপনি শিক্ষার্থী হোন কিংবা চাকরিজীবী, এ ফিচারটি আপনার দৈনন্দিন কাজগুলো খুব দ্রুত এবং সহজেই করে ফেলতে পারবে। কারণ এখন আর আর্টিকেল, রিসার্চ পেপার বা বড় কোনো নথি থেকে তথ্য বের করার জন্য ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে না।
শুধু ফাইলটি আপলোড করে ছোট্ট একটা প্রম্পট লিখবেন। মুহূর্তের মধ্যেই জিমিনি আপনার নথিটি বিশ্লেষণ করে মূল তথ্যগুলো নিয়ে একটি নির্দিষ্ট থিম, আকর্ষণীয় ডিজাইন এবং প্রাসঙ্গিক ছবিসহ সম্পূর্ণ স্লাইড প্রেজেন্টেশন তৈরি করে দেবে।
নতুন অত্যাধুনিক এআই মডেলটি তৈরি করা হয়েছে ব্যবহারকারীর কাজকে আরো সহজ ও সময়সাশ্রয়ী করার জন্য। এই ফিচারটি মাত্র কয়েক সেকেন্ডেই একটি ১২-স্লাইডের প্রোডাক্ট লঞ্চ ডেক কিংবা একটি ৬-স্লাইডের কেস স্টাডি তৈরি করতে পারে।
শিক্ষার্থীরা তাদের ক্লাস নোট বা রিসার্চ ডকুমেন্ট আপলোড করে কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি করে নিতে পারবে সুন্দরভাবে সাজানো একটি প্রেজেন্টেশন। পাশাপাশি যারা বিভিন্ন পেশাই যুক্ত আছেন তারাও চাইলে সেলস রিপোর্ট, মার্কেটিং ক্যাম্পেইন বা প্রচার-সম্পর্কিত তথ্য থেকে স্লাইড সমন্বিত আকর্ষণীয় প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন।
জিমিনির মাধ্যমে তৈরি হওয়া প্রেজেন্টেশনগুলো এখন সরাসরি গুগল স্লাইডে এক্সপোর্ট করা যাবে। আপনি চাইলে সেখানে নিজের মতো করে সম্পাদনা করতে পারবেন, আবার সহকর্মীদের নিয়ে একসঙ্গে কাজও করার সুবিধা পাবেন।
এই সুবিধাটি প্রথমে প্রো ব্যবহারকারীদের জন্য চালু করবে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি সব ব্যক্তিগত ও ওয়ার্কস্পেস অ্যাকাউন্টের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল।
সোর্স: গুগল