ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য ফেসবুক রিলসে বড় পরিবর্তন আনতে যাচ্ছে মেটা। ইতিমধ্যে ফেসবুকের ‘রিকমেন্ডেশন ইঞ্জিন’ আধেয় সুপারিশ প্রযুক্তি আধুনিক করা হয়েছে। মেটা ঘোষণা করেছে, ফেসবুকে ভিডিও শেয়ার করার পুরনো পদ্ধতি ধীরে ধীরে বাদ দিয়ে সব ভিডিওকে রিলস হিসেবে দেখানো হবে।
প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, মেটা এখন ভিডিও ভিত্তিক কনটেন্টকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং এই ধারা অনুসরেই ফেসবুক ধীরে ধীরে টিকটকের মতো প্ল্যাটফর্মে রূপান্তরিত হচ্ছে। নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী নতুন ও প্রাসঙ্গিক রিলস আরও সহজে দেখতে পারবেন।
মেটার সিইও মার্ক জাকারবার্গ গত জানুয়ারিতে জানিয়েছিলেন, তিনি পুরোনো দিনের ফেসবুকে ফিরে যেতে চান। সেই উদ্দেশ্য নিয়ে এই বছর ফেসবুকটি আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করার জন্য নানান ধরনের উদ্যোগ নিয়েছে। প্ল্যাটফর্মটির ভিডিও কনটেন্টে বড় পরিবর্তন আনার ফলে মেটা মনে করছে, ফেসবুক এখন টিকটকসহ অন্যান্য শর্ট ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে।
ব্যবহারকারীরা যেন সাম্প্রতিক সব ভিডিও দেখতে পারেন, সে জন্য ফেসবুকে এখন একই দিনে প্রকাশিত ভিডিও প্রদর্শনের সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর পাশাপাশি ‘ফ্রেন্ড বাবল’ নামের একটি নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। নতুন এই সুবিধায় ভিডিওর নিচের বাঁ কোণে দেখা যাবে কোনো বন্ধু সেই ভিডিওতে লাইক দিয়েছেন কি না।
মেটার দেওয়া তথ্য অনুযায়ী, ব্যবহারকারী চাইলে ফ্রেন্ড বাবল ট্যাপ করে বন্ধুর সঙ্গে প্রাইভেট চ্যাটে কথা কোপন শুরু করতে পারবে। তবে বন্ধুদের লাইক দেখা সব সময়ই ফেসবুকের গুরুত্বপূর্ণ একটি অভিজ্ঞতা ছিল। সেই পরিচিত অনুভূতিটাই আবার ফিরিয়ে আনতেই ফেসবুক ‘বাবল’এর মতো নতুন ফিচার চালু করছে। মেটা দাবি করেছে, ফেসবুকের র্যাঙ্কিং অ্যালগরিদম উন্নত করার ফলে ব্যবহারকারীদের ভিডিও দেখার পরিমান আগের বছরের তুলনায় ২০ শতাংশের বেশি বেড়ে গেছে।
সোর্স: মেটা