মঙ্গলবার ৭ অক্টোবর, ফেসবুক ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতাকে ব্যক্তিগত ও নিয়ন্ত্রণযোগ্য করতে নতুন এক আপডেট এনেছে মেটা। এই আপডেটের ফলে ব্যবহারকারীরা এখন থেকে তাদের পছন্দ মতো বেশি রিলস ভিডিও দেখতে পাবেন এবং অনাকাঙ্ক্ষিত বা অপছন্দনীয় কনটেন্ট খুব সহজেই এড়িয়ে চলতে পারবেন।
যদি কোনও রিল ভিডিও ভালো না লাগে, তাহলে ফেসবুকের নতুন ফিচার ব্যবহার করে সরাসরি ‘নট ইন্টারেস্টেড’ অপশন বেছে নিতে পারবেন। এতে ফেসবুকের রিকমেন্ডেশন ইঞ্জিনে ওই ধরনের ভিডিও কম দেখাবে। একইভাবে, কেউ যদি কোনও মন্তব্যকে অনুপযুক্ত মনে করেন, তবে সেটি ফ্ল্যাগ করেও প্রতিক্রিয়া জানানো যাবে। ফেসবুকের আপডেটসমূহ নিচে বিস্তারিত তুলে ধরা হলো।
এআই-পাওয়ারড সার্চ সাজেশনস: ফেসবুক রিলসে যুক্ত হতে চলেছে এআই-পাওয়ারড সার্চ সাজেশনস, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা টিকটকের মতো রিসল ভিডিওর নিচে ধূসর রঙের ট্যাগ হিসেবে দেখাবে, যা ব্যবহারকারীদের পছন্দের ভিডিও সহজে খুঁজে পেতে সাহায্য করবে।
ফ্রেন্ড বাবলস’ ফিচার: ফেসবুক রিলস ও মূল ফিডে ‘ফ্রেন্ড বাবলস’ নামে নতুন একটি ফিচার যোগ করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা দেখতে পাবে তাদের বন্ধুরা কোন পোস্টে লাইক দিয়েছে। এছাড়াও, বন্ধুর প্রোফাইল ছবিতে ট্যাপ করলে সরাসরি ইনস্টাগ্রামের মতো ব্যক্তিগত মেসেজ পাঠানোর অপশন পাবেন।
ফেসবুকের এই নতুন অ্যালগরিদম আপডেট ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত, প্রাসঙ্গিক এবং নিয়ন্ত্রণযোগ্য করে তুলবে। কারণ রিলস কনটেন্টে এআই ব্যবহার বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীর প্রতিক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে।
অনেকেই অভিযোগ দিয়েছে, ফেসবুক রিলসে নকল, বিরক্তিকর এবং নিম্নমানের এআই-জেনারেটেড ভিডিও বেশি দেখা যায়। এই সমস্যার সমাধান করতে মেটা কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) ব্যাপক বিনিয়োগ করেছে। পাশাপাশি,ভাইবস নামে নতুন একটি শর্ট ভিডিও ফিড চালু করেছে, যেখানে শুধু এআই তৈরি করা ভিডিও দেখা যাবে।
মেটার এই আপডেটে নতুন কনটেন্টগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীরা আগের চেয়ে এখন ৫০ শতাংশ বেশি নতুন রিলস ভিডিও দেখতে পাবে।
সোর্স: মেটা