বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিয়েছে গুগল। এখন থেকে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনি প্রো বিনা মূল্যে ব্যবহারের সুযোগ পাবে। এই সুবিধা চালু করার ফলে বাংলাদেশের শিক্ষার্থীরা জেমিনি প্রো কাজে লাগিয়ে গবেষণা, কোডিং, এবং দ্রুত সৃজনশীল কাজ করার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে নিজেদের শিক্ষাজীবন আরও উন্নত করতে পারবে।
গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ সহ কিছু দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেমিনি প্রো বিনামূল্যে ব্যবহার করতে পারবে। এর জন্য শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয়ের ইমেইল দিয়ে জিমেইলে সাইন ইন করতে হবে। তারপর জেমিনির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জেমিনি প্রো চালু করা যাবে।
প্রথম অবস্থায় শিক্ষার্থীরা এক বছরের জন্য জেমিনি ২.৫ প্রো মডেল,বিভিন্ন টুল, অডিও ওভারভিউসহ ডিপ রিসার্চ এবং ২ টেরাবাইট স্টোরেজ ব্যবহার করতে পারবে। এর পাশাপাশি ভিও ৩ মডেল ব্যবহার করে যে কোনো ছবি ভিডিওতে রূপান্তর করার সুবিধাও থাকবে। তবে এই সুযোগ পেতে হলে অবশ্যই শিক্ষার্থীদের আগামী ৯ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
জেমিনি প্রো গুগলের তৈরি একটি উন্নত এআই মডেল। যার মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত এবং নির্ভুল তথ্য জানতে পারবে। এছাড়াও জটিল গাণিতিক তথ্য বিশ্লেষণ সহ মহাকাশ বিজ্ঞানে কঠিন সমীকরণ খুব সহজেই সমাধান করা যায়। বিশেষ করে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট তৈরি, প্রতিবেদন, শিক্ষা এবং গবেষণার জন্য এটি খুবই কার্যকরি।
গুগল জানিয়েছে, জেমিনি প্রো শুধু প্রশ্নের উত্তর দেয় না, বরং শিক্ষার্থীদের শেখার পথে একজন সহযাত্রী হিসেবে কাজ করে। যা শিক্ষাকে আরও স্মার্ট, কার্যকর ও আধুনিক করে তুলবে।
সোর্স : ক্লিক করুন