Lava তাদের নতুন স্মার্টফোন Lava Agni 4 আগামী 20 নভেম্বর ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই ফাঁস হলো ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, ফিচার ও ডিজাইন। ইতিমধ্যেই কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, নতুন এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 8350 প্রসেসর যোগ করা হবে, যা ব্যবহারকারীদের দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করতে সক্ষম।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Lava Agni 4 ফোনটি অ্যালুমিনিয়াম ডিজাইনে তৈরি করবে, যার কারণে এটি বেশ মোটা হলেও ওজন কম এবং পাতলা হবে। ফোনটিতে AI অ্যাপ্লিকেশন, গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের মতো ভারী কাজ করার সময় সঠিক পারফরম্যান্স ধরে রাখতে LPDDR5X দেওয়া হয়েছে। এছাড়াও, রয়েছে UFS 4.0, যা 5G যুগের জন্য বিশেষভাবে উপযোগী। জেনে নিন ফোনটির সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- Lava Agni 4 ফোনে থাকবে MediaTek Dimensity 8350 প্রসেসর।
- পাশাপাশি ফোনটিতে LPDDR5X ব্যবহার করবে।
- এছাড়াও নতুন এই ফোনে UFS 4.0 সাপোর্ট করবে।
Lava Agni 4 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Lava Agni 4 (8GB+128GB) | ৩০,০০০ টাকা |
ধারণা করা হচ্ছে, Lava Agni 4 স্মার্টফোনটি ভারতের বাজারে 8GB র্যাম +128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৩০,০০০ টাকা হতে পারে। নতুন মডেলের এই ফোনটি Black ও অনন্য কালারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
Lava Agni 4 ফোনের স্পেসিফিকেশন ও ফিচার
কোম্পানি জানিয়েছে, দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য Lava Agni 4 স্মার্টফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 8350 প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটিতে LPDDR5X দেওয়া হয়েছে, যা AI অ্যাপ্লিকেশন, গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের মতো ভারী কাজ করার সময় সঠিক পারফরম্যান্স ধরে রাখতে সক্ষম হবে। এছাড়াও, নতুন এই ফোনে UFS 4.0 সাপোর্ট করবে, যা 5G যুগের জন্য বিশেষভাবে উপযোগী।

Lava Agni 4 স্মার্টফোনে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে যোগ করতে পারে। যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 1200 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। পাশাপাশি ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য এই ফোনে IP64 রেটিং থাকতে পারে।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা যোগ করতে পারে। এছাড়াও, ফোনের সামনে 16MP ফ্রন্ট ক্যমেরা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের বাজারে ফোনটি 8GB র্যাম +128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে।
সোর্সঃ ক্লিক করুন