গত 10 সেপ্টেম্বর Itel তাদের নতুন স্মার্টফোন Itel Super 26 Ultra বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 144Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে ও Gorilla Glass 7i প্রোটেকশন। মাত্র 6.8 মিমি থিকনেসে ডিজাইন করা এই ফোনটি দেখতে খুবই স্লিম এবং আকর্ষণীয়।
Itel Super 26 Ultra ফোনটিতে 6,000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Unisoc T7300 প্রসেসর, যার ফলে ব্যবহারকারীরা পাবেন স্মুথ ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম জেনে নিন।
হাইলাইটস
- Itel Super 26 Ultra ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি ।
- সাথে থাকছে144Hz রিফ্রেশ রেট।
- স্লিম ডিজাইনের এই ফোনটির থিকনেস মাত্র 6.8 মিলিমিটার।
Itel Super 26 Ultra ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
Itel Super 26 Ultra (8GB +128GB) | ১৯,৯৯০টাকা (অফিশিয়াল) |
Itel Super 26 Ultra (8GB +256GB) | ২১,৯৯০ টাকা (অফিশিয়াল) |
তথ্য অনুযায়ী, Itel Super 26 Ultra স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। যার মধ্যে (8GB র্যাম+128 GB স্টোরেজ) এর দাম ১৯,৯৯০টাকা এবং (8GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯০ টাকা।
Itel Super 26 Ultra ফোনের স্পেসিপিকেশন
Super 26 Ultra স্মার্টফোনে 6.78 ইঞ্চির 3D কার্ভাড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেখানে 4500 নিটস পিক ব্রাইটনেস এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্লিম ডিজাইনের এই ফোনে থাকছে 6.8 মিলিমিটার থিকনেস এবং Gorilla Glass 7i প্রোটেকশন। একইসঙ্গে ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP65+ রেটিং যোগ করা হয়েছে।
নতুন এই ফোনের রেয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP মাইক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও, রয়েছে আইটেল এআই দ্বারা চালিত এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট। ফোনটি আইটেল OS 15 নির্ভর অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে সফটওয়্যার রান করে।
স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে Itel Super 26 Ultra স্মার্টফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Unisoc T7300 প্রসেসর যোগ করা হয়েছে। যার ক্লক স্পীড 2.2GH পর্যন্ত। বর্তমানে ফোনটি বাংলাদেশের বাজারে (8GB র্যাম+128 GB স্টোরেজ) এবং (8GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
দীর্ঘসময় ব্যবহারের জন্য ফোনটিতে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এর সঙ্গে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লাইট সেন্সর, অ্যাক্সিলোমিটার সহ কম্পাস এবং জাইরোস্কোপ। কোম্পানি দাবি করেছে, ডিভাইসটি 6 বছর পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করবে।
সোর্সঃ ক্লিক করুন