গত ৬ অক্টোবর, আইটেল তাদের নতুন স্মার্টফোন itel A100C গ্লোবাল বাজারে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করেছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটির ব্যাক প্যানেলে স্কয়ার আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে। যার পাশাপাশি দুটি ভার্টিক্যালি লেন্স এবং একটি ডেকোরেটিভ সেন্সর শেপ ও LED ফ্ল্যাশ যোগ করা হয়েছে।
itel A100C স্মার্টফোনে থাকছে 5000mAh ব্যাটারি এবং 15W ফাস্ট চার্জিং। দ্রুত পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে Unisoc T7100 প্রসেসর ব্যবহার করা হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক বাংলাদেশে এই ফোনের সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- itel A100C স্মার্টফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি।
- সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
- ফোনটিতে Unisoc T7100 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
itel A100C ফোনের দাম এবং ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
itel A100C (4GB+64GB) | ১৩,০০০ টাকা |
তথ্য অনুযায়ী, itel A100C স্মার্টফোনটি এখনো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়নি। তবে খুব শীঘ্রই দেশের বাজারে আসতে পারে। ধারনা করা যাচ্ছে (4GB র্যাম + 64GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের এই ফোনের দাম বাংলাদেশে প্রায় ১৩,০০০ টাকা হতে পারে। ফোনটি Pure Black, Titanium Gold, Blaze Blue এবং Silk Green কালারে ডিজাইন করা হয়েছে।
itel A100C ফোনের স্পেসিফিকেশন
itel A100C স্মার্টফোনে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। যেখানে 90Hz রিফ্রেশ রেট এবং 400 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। 8.5 মিলিমিটার স্লিম ডিজাইনের এই ফোনটিতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে Unisoc T7100 (12 nm) প্রসেসর।
স্মার্টফোনটির রেয়ারে LED ফ্ল্যাশ সহ 8MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি তুলার জন্য সামনে থাকছে 5MP ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে 5000mAh ব্যাটারি এবং15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দেওয়া বক্তব্য অনুযায়ী ফোনটিতে একবার ফুল চার্জ করলে 32 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে ।
itel A100C স্মার্টফোনে Android Go Edition থাকার কারণে গুগল গো অ্যাপ ডাউনলোড করা যায়। বর্তমানে এই ফোনে 4GB র্যাম+ 64GB স্টোরেজ রয়েছে। নিরাপত্তার জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং infrared রিমোট কন্ট্রোল ফিচার যোগ করা হয়েছে। ফোনটি Android 15 সহ itel OS 15 অপারেটিং সিস্টেমে চলবে।
সোর্স : ক্লিক করুন