আইটেল তাদের নতুন মডেল itel A100C 4G স্মার্টফোন গত 26 নভেম্বর 2025 তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করেছে মাত্র ৭,৭৯০ টাকায়। তথ্য অনুযায়ী, ফোনটির ব্যাক প্যানেলে একটি স্কোয়ার আকৃতির ক্যামেরা মডিউল ব্যবহার করা হয়েছে। এই মডিউলে ওপর–নিচভাবে সাজানো আছে দুটি ক্যামেরা লেন্স, আর লেন্সগুলোর পাশে রয়েছে একটি ডেকোরেটিভ সেন্সর শেপ ও LED ফ্ল্যাশ।
Itel- এর দেওয়া তথ্য অনুযায়ী itel A100C 4G স্মার্টফোনে 90Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.56 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Unisoc T7100 প্রসেসর। ফোনটি Android 15 Go এডিশন সহ itel OS 15 অপারেটিং সিস্টেমে চলে। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইটস
- itel A100C 4G স্মার্টফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি।
- সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
- ফোনটিতে Unisoc T7100 প্রসেসর যোগ করা হয়েছে।
itel A100C 4G ফোনের দাম এবং ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
| itel A100C 4G (4GB+64GB) | ৭,৭৯০ টাকা (অফিশিয়াল) |
তথ্য অনুযায়ী, itel A100C 4G স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র্যাম + 64GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৭,৭৯০ টাকা। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে রয়েছে Pure Black, Titanium Gold, Blaze Blue এবং Silk Green। বর্তমানে ফোনটি কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।
itel A100C 4G ফোনের স্পেসিফিকেশন
নতুন itel A100C 4G স্মার্টফোনে 6.56 ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট এবং 400 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে Unisoc T7100 অক্টা-কোর 1.8 GHz প্রসেসর যোগ করা হয়েছে, যা দৈনন্দিন কাজ এবং গেম খেলার সময় ব্যবহারকারীকে উন্নত পারফরম্যান্স প্রদান করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি এবং চার্জ করার জন্য এই ফোনে 10W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। ফোনটি Android 15 Go এডিশন সহ itel OS 15 অপারেটিং সিস্টেমে চলে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার দেওয়া হয়েছে।
ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 8MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকছে 5MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি 8.49 মি,মি থিকনেস দ্বারা ডিজাইন করা হয়েছে। নতুন এই ফোনে 4G মোবাইল নেটওয়ার্ক এবং WiFi 5 সাপোর্ট করে।
সোর্স : ক্লিক করুন