স্মার্টফোনের ব্যাটারির স্থায়িত্ব নিয়ে ব্যবহারকারীদের মধ্যে নানা ধরনের মতামত রয়েছে। অনেকেই সারাদিন ফোন ব্যবহার করার জন্য রাতে ঘুমানোর সময় ফোন চার্জে লাগিয়ে রাখেন। আবার কেউ কেউ সকালে ঘুম থেকে উঠে অল্প সময়ের মধ্যেই ফোন চার্জ করে নেন।
বর্তমান প্রযুক্তির এই উন্নত সময়ে ব্যাটারি বিশেষজ্ঞরা বলছেন, ফোন চার্জ দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চললে ব্যাটারির আয়ু অনেকটাই বাড়ানো সম্ভব। সঠিক চার্জিং অভ্যাস গড়ে তুললে আপনার প্রিয় স্মার্টফোন দীর্ঘদিন ভালো পারফরম্যান্স দেবে এবং ব্যাটারির ক্ষমতাও স্থায়ী থাকবে।
সারারাত ফোন চার্জ দেওয়া কি নিরাপদ?
আমাদের মধ্যে অনেকে ভাবেন, সারা রাত ফোন চার্জে রাখলে বিস্ফোরণ হতে পারে বা ব্যাটারি নষ্ট হয়ে যায়। কিন্তু আধুনিক স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি ও স্মার্ট চার্জিং চিপ থাকার কারণে ফোনে ১০০ শতাংশ চার্জ হয়ে গেলে নিজ থেকেই চার্জ নেওয়া বন্ধ হয়ে যায়।
তবে সমস্যা একেবারে শেষ নয়। সারা রাত ফোন চার্জে থাকলে ব্যাটারি দীর্ঘ সময় গরম অবস্থায় থাকে। আবার চার্জ ৯৯ শতাংশে নামলেই সেটিকে ১০০ শতাংশে তুলতে বারবার অল্প অল্প করে চার্জ নেয়। এই প্রক্রিয়াকে ট্রিকল চার্জিং বলা হয়, যা দীর্ঘদিন ধরে চললে ধীরে ধীরে ব্যাটারির ক্ষমতা কমে যেতে পারে।
সকালে চার্জ দেওয়ার সুবিধা
বিশেষজ্ঞরা বলেন, সকালে ঘুম থেকে উঠে বা দিনে যেকোনো সময় চোখের সামনে ফোন রেখে চার্জ দেওয়া সবচেয়ে নিরাপদ। এতে ফোনে ১০০ শতাংশ চার্জ হলে সহজেই প্লাগ খুলে নেওয়া যায়। বর্তমানে আধুনিক ফোনে ফাস্ট চার্জিং থাকায় মাত্র ২০‑৩০ মিনিট চার্জ দিলেই সারাদিনের জন্য যথেষ্ট ব্যাকআপ পাওয়া যায়। সকালে অল্প সময় চার্জ দেওয়ার এই অভ্যাস ব্যাটারির ওপর চাপ কমায় এবং ফোনকে শীতল রাখতেও সাহায্য করে।
ফোনে চার্জ করার সঠিক নিয়ম
স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখতে হলে কখনও এটিকে ০ শতাংশে নামানো বা ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে না। ব্যাটারি বিশেষজ্ঞরা ‘২০-৮০ নিয়ম’ (20-80 Rule) বলে থাকেন। অর্থাৎ, ব্যাটারি ২০ শতাংশে নামলে চার্জ দিতে হবে এবং ৮০‑৯০ শতাংশ হয়ে গেলে চার্জ থেকে সরিয়ে দিতে হবে। ব্যাটারিকে সবসময় এই সীমার মধ্যে রাখলে চার্জিং সাইকেল ভালো থাকে এবং ব্যাটারি দ্রুত নষ্ট হয় না।
রাতে চার্জ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা
আপনার যদি সকালে চার্জ দেওয়ার সময় না থাকে এবং রাতেই ফোন চার্জ করতে হয়, তবে কিছু সতর্কতা মেনে চলা উচিত। ফোনের কভার খুলে চার্জ দিন যাতে উত্তাপ সহজে বের হতে পারে। এছাড়া ফোনের সেটিংস থেকে ‘অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং’ (Optimized Battery Charging) ফিচার চালু রাখুন। এটি আপনার ঘুমের রুটিন অনুযায়ী সারারাত ধীরে ধীরে চার্জ দেয় এবং ঘুম থেকে ওঠার ঠিক আগ মুহূর্তে ব্যাটারি পুরো চার্জ হয়ে যায়।
সব মিলিয়ে বলা যায়, ব্যাটারি দীর্ঘস্থায়িত্বের জন্য সকালে বা নজরে রেখে ফোন চার্জ দেওয়া সবচেয়ে ভালো। এতে শুধু বিদ্যুতের অপচয় কমে না, বরং আপনার মূল্যবান স্মার্টফোনও থাকে নিরাপদ।