গত ৩ নভেম্বর রোজ সোমবার, রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জানিয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডারদের (এফটিএসপি) জন্য নতুন একটি নীতিমালা তৈরি করেছে।
যদি এই নীতিমালা বাস্তবায়ন হয় তাহলে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম প্রায় ১৮.৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। ফলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের পথে বাধা সৃষ্টি হতে পারে।
প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী এফটিএসপি অপারেটরদের ৫.৫ শতাংশ রাজস্ব শেয়ার এবং ১ শতাংশ সামাজিক দায়বদ্ধতা তহবিলে দিতে হবে। পাশাপাশি ক্রয়মূল্য ১৪ শতাংশ পর্যন্ত বাড়াতে হবে বলে জানিয়েছে সংবাদ সম্মেলনে ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডারদের (এফটিএসপি) জন্য তৈরি নীতিমালার তীব্র বিরোধি বক্তারা।
তারা আরো জানান, দেশের বাস্তব পরিস্থিতি বিবেচনা না করে তৈরি করা এই নীতিমালা বাস্তবায়িত হলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারী প্রায় ২,৭০০ টির মতো ছোট প্রতিষ্ঠান টিকে থাকার সংকটে পড়ে যাবে।
নতুন নীতিমালা বাস্তবায়িত হলে ঢাকায় ইন্টারনেটের দাম প্রায় ১১ শতাংশ বেড়ে যাবে এবং ঢাকার বাইরে ১৮.৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে সাধারণ ব্যবহারকারীসহ শিক্ষা, স্বাস্থ্য ও পুরো ডিজিটাল খাত নেতিবাচকভাবে প্রভাবিত হবে বলে জানিয়েছে আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম।
বিটিআরসির নতুন নিয়ম কার্যকর হলে বর্তমানে ৭০০ টাকার ইন্টারনেট প্যাকেজের দাম বেড়ে ৮৫০ থেকে ৯০০ টাকা পর্যন্ত হতে পারে। এই বাড়তি খরচ তৃণমূলের গ্রাহকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
সোর্স : বিটিআরসি