ব্যবহারকারীদের নজর কাড়তে গত ১৫ অক্টোবর, চীনে ম্যাজিক ৮ সিরিজের উন্মোচন অনুষ্ঠানে বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে রোবট ফোনের টিজার প্রকাশ করেছে বিশ্বখ্যাত এআই-ভিত্তিক স্মার্টডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অনার।
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, নতুন এই রোবট ফোনে উন্নত মানের রোবোটিকস প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ইমোশনাল ইন্টেলিজেন্স যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে ব্যবহারকারীদের দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও সহজ ও বুদ্ধিমত্তাপূর্ণ করে তুলবে।
ফোনটি দেখতে সাধারণ স্মার্টফোনের মতো হলেও এর পেছনে রয়েছে গিম্বল-স্টাইল রোবোটিক আর্মে বসানো একটি পপ-আপ ক্যামেরা, যা প্রয়োজন অনুযায়ী সক্রিয়ভাবে নড়াচড়া করতে সক্ষম। চমৎকার এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর নড়াচড়া, মুখভঙ্গি ও অঙ্গভঙ্গির প্রতিক্রিয়া বুঝে সাড়া দিতে পারে।
আরও পড়ুন: এখন থেকে হোয়াটসঅ্যাপে দেখা যাবে ফেসবুক প্রোফাইল লিংক
অনার তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ফোনটির ২ মিনিট ৪০ সেকেন্ডের একটি টিজার ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, ফোনের ক্যামেরা মজার ভঙ্গিতে নড়াচড়া করছে এবং বিভিন্ন মুখভঙ্গির মাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়া জানাচ্ছে। আবার অনেকে এই টিজারটি দেখে অ্যানিমেশন মুভি ‘ওয়াল-ই এর সাথে মিল খুজে পেয়েছে।
বিশ্বের এই প্রথম রোবট ফোনের ডিজাইন অনার প্রযুক্তিকে শুধুমাত্র একটি যন্ত্র হিসেবে নয়, বরং সংবেদনশীল ও ব্যবহারকারীর সাথে যোগাযোগ করার এক সঙ্গী হিসেবে তুলে ধরেছে। এটি অনারের ভবিষ্যতমুখী উদ্ভাবনের প্রতিফলন।
সোর্স: অনার