Honor তাদের নতুন স্মার্টফোন Honor Magic8 গত 15 অক্টোবর, চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। বর্তমানে এই ফোনটি বাংলাদেশে লঞ্চের কোন তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই আনঅফিশিয়ালভাবে বাংলাদেশের বাজারে আসতে পারে। ফোনটিতে HONOR AI এজেন্ট নামের একটি ফিচার রয়েছে, যা ৩,০০০-এর বেশি কাজ নিজে থেকেই করতে পারে। ফোনের YOYO এজেন্ট প্রয়োজন পড়লে নিজে থেকেই সক্রিয় হয়ে বিভিন্ন কাজ সম্পূর্ণ করে।
Honor Magic8 স্মার্টফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.58 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে। ফোনটিতে শক্তিশালী 7000 ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য এই ফোনে IP68/IP69 রেটিং দেওয়া হয়েছে। জেনে নিন ফোনটির দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- Honor Magic8 স্মার্টফোনে রয়েছে IP68/IP69 রেটিং রেটিং।
- পাশাপাশি ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- সাথে থাকছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর।
Honor Magic8 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্ট | চীনের দাম | বাংলাদেশে সম্ভাব্য দাম |
Honor Magic8 (12GB +256GB) | ৪,৪৯৯ CNY | ৮০,০০০ টাকা |
তথ্য অনুযায়ী, Honor Magic8 ফোনটি চীনের বাজারে (12GB র্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৪,৪৯৯ CNY। সেই তুলনায় বাংলাদেশে প্রায় ৮০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে লঞ্চ করা হয়েছে Black, White, Gold এবং Mint। নতুন মডেলের এই স্মার্টফোন বর্তমানে চীনের অফিশিয়াল সাইটে প্রি অর্ডার করা যাচ্ছে, তবে 23 অক্টোবর থেকে কোম্পানি অনুমোদিত বিভিন্ন শপে পাওয়া যাবে।
Honor Magic8 ফোনের স্পেসিফিকেশন
নতুন মডেলের এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.58 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে। যেখানে সাপোর্ট করে (1256x2760) পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 6000 nits পীক ব্রাইটনেস। পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। এই চিপসেটটি আধুনিক ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হয়েছে যার ক্লক স্পিড 3.62 গিগাহার্টজ থেকে 4.6 গিগাহার্টজ পর্যন্ত।
ফটোগ্রাফি প্রেমীদের জন্য Honor Magic8 ফোনের রেয়ারে শক্তিশালী LED ফ্ল্যাশসহ 50MP প্রাইমারি ক্যামেরা, 64MP টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে 100x ডিজিটাল জুম সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটির সামনে থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি MagicOS 10 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলবে।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং এবং 80W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। বর্তমানে এটি 12GB র্যাম+ 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এছাড়াও, ফোনটিতে IP68/IP69 রেটিং রয়েছে, যা ধুলোবালি ও পানি প্রতিরোধে সাহায্য করবে।
সোর্সঃ ক্লিক করুন