গত 15 অক্টোবর Honor Magic8 Pro স্মার্টফোনটি চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ব্যবহারকারীদের সর্বোচ্চ পারফরম্যান্স প্রদান করার জন্য এই ফোনে ফ্লাগশিপ লেভেলের ফিচার দেওয়া হয়েছে। ফোনটিতে AI বাটন সহ HONOR AI Agent' নামে একটি ফিচার রয়েছে, এই বাটনে ক্লিক করে ব্যবহারকারীরা খুব সহজেই বিভিন্ন কাজ করতে পারবে।
Honor Magic8 Pro স্মার্টফোনে শক্তিশালী 7200 mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.71 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে যোগ করা হয়েছে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য রয়েছে IP68/IP69 রেটিং। জেনে নিন ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।
হাইলাইটস
- Honor Magic8 Pro স্মার্টফোনে রয়েছে 200 MP রেয়ার ক্যামেরা।
- পাশাপাশি ফোনটিতে 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- সাথে থাকছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর।
Honor Magic8 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্ট | চীনের দাম | বাংলাদেশে সম্ভাব্য দাম |
Honor Magic8 Pro (12GB +256GB) | ৫,৬৯৯ CNY | ১,০০০০০ টাকা |
তথ্য অনুযায়ী, Honor Magic8 Pro ফোনটি চীনের বাজারে (12GB র্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৫,৬৯৯ CNY। সেই তুলনায় বাংলাদেশের বাজারে প্রায় ১,০০০০০ টাকা হতে পারে। নতুন মডেলের এই স্মার্টফোন Black, White, Gold এবং Mint কালারে লঞ্চ করা হয়েছে। বর্তমানে ফোনটি চীনের অফিশিয়াল সাইটে প্রি অর্ডার করা যাচ্ছে, তবে 23 অক্টোবর থেকে কোম্পানি অনুমোদিত বিভিন্ন শপে বিক্রি শুরু হবে।
Honor Magic8 pro ফোনের স্পেসিফিকেশন
ফটোগ্রাফারদের নজর কাড়তে Honor Magic8 Pro স্মার্টফোনের রেয়ারে LED ফ্ল্যাশসহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে 3.7x অপ্টিক্যাল এবং 100x ডিজিটাল জুম সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে, ফোনটিতে AIMAGE Nox Engine ক্যামেরা স্টেবিলিটি ব্যবহার করা হয়েছে, যা চমৎকার ক্যামেরা কোয়ালিটি নিশ্চিত করে। পাশাপাশি ফোনটির সামনে রয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা এবং 3D ডেপ্থ সেন্সর।
Honor Magic8 Pro স্মার্টফোনে 6.71 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে রয়েছে। যেখানে (1256x2760) পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 6000 nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। দ্রুত পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হয়েছে। এই চিপসেটটি আধুনিক ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি, এর ক্লক স্পিড 3.62 গিগাহার্টজ থেকে 4.6 গিগাহার্টজ পর্যন্ত।
নতুন মডেলের এই স্মার্টফোনে 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা দৈনন্দিন ব্যবহারে দীর্ঘ সময় ব্যাকআপ নিশ্চিত করবে। পাশাপাশি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 120W ফাস্ট চার্জিং, 100W PPS চার্জিং এবং 40W UFCS চার্জিং সাপোর্ট করে। বর্তমানে এটি 12GB র্যাম+ 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
নিরাপত্তার জন্য এই ফোনে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC, Wi-Fi 7, Bluetooth 6.0 এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও, ফোনটিতে IP68/IP69 রেটিং রয়েছে, যা ধুলোবালি ও পানি প্রতিরোধে সাহায্য করবে। ফোনটি Android 16 বেসড MagicOS 10 অপারেটিং সিস্টেমে চলে।
সোর্সঃ ক্লিক করুন