Login Now

Login with email

Forgot Password

Google Pixel 10 Pro Fold স্মার্টফোনটি বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে : সাথে থাকছে Foldable LTPO OLED ডিসপ্লে এবং Google Tensor G5 প্রসেসর

MobileMaya Team
Publish On: Oct 29,2025 01:42 PM
153

Google Pixel 10 Pro Fold স্মার্টফোনটি বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে : সাথে থাকছে Foldable LTPO OLED ডিসপ্লে এবং Google Tensor G5 প্রসেসর

দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে গুগলের নতুন মডেল Google Pixel 10 Pro Fold স্মার্টফোন বাংলাদেশে এখন আনঅফিশিয়ালভাবে পাওয়া যাচ্ছে। ফটোগ্রাফারদের নজর কাড়তে এই ফোনটিতে f/1.70 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 48MP প্রাইমারি ক্যামেরা যোগ করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা 82 ওয়াইড অ্যাঙ্গেল ফিল্ড অফ ভিউ উপভোগ করতে পারবে।

দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য Google Pixel 10 Pro Fold স্মার্টফোনে 5015 ব্যাটারি রয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 30W ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং দেওয়া হয়েছে। পাশাপাশি ফোনটিতে থাকছে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে । চলুন তাহলে জেনে নেওয়া যাক বাংলাদেশে ফোনটির দাম ও স্পেসিফিকেশন

হাইলাইটস

  • Pixel 10 Pro Fold ফোনে রয়েছে 5015mAh ব্যাটারি।
  • সাথে থাকছে Google Tensor G5 প্রসেসর।
  • ফোনটিতে Foldable LTPO OLED ডিসপ্লে সাপোর্ট করে।

Google Pixel 10 Pro Fold ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Google Pixel 10 Pro Fold (16G + 256GB ১,৮৫,০০০ টাকা (আনঅফিশিয়াল)
Google Pixel 10 Pro Fold (16GB + 512GB )২,৩০,০০০ টাকা (আনঅফিশিয়াল)

Google- এর দেওয়া তথ্য অনুযায়ী, Pixel 10 Pro Fold স্মার্টফোন বাংলাদেশে দুইটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনটির (16GB র‍্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১,৮৫,০০০ টাকা এবং (16GB র‍্যাম + 512GB স্টোরেজ) এর দাম ২,৩০,০০০ টাকা। আনঅফিশিয়ালি এই ফোনটি বাংলাদেশের রিটেলার শপগুলোতে পাওয়া যাবে। ফোনটি দুইটি আকর্ষণীয় কালারে রয়েছে Moonstone এবং Jade

Google Pixel 10 Pro Fold ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Pixel 10 Pro Fold স্মার্টফোনে 8.0 ইঞ্চির Foldable LTPO OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই স্ক্রিনে 3000 নিটস পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে Google Tensor G5 প্রসেসর দেওয়া হয়েছে, 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই চিপসেট- এর ক্লক স্পিড 3.78 GHz পর্যন্ত।


ফটোগ্রাফির জন্য ফোনটির রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 10.8MP টেলিফটো ক্যামেরা এবং 10.5MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনের সামনে থাকছে 10MP ফ্রন্ট ক্যামেরা। নতুন এই ফোনে 5G নেটওয়ার্ক, USB চার্জিং পোর্ট এবং NFC সাপোর্ট করে। ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5015 mAh ব্যাটারি। এই ফোনে 30W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP68 রেটিং। বর্তমানে ফোনটি বাংলাদেশে (16GB র‍্যাম + 256GB স্টোরেজ) এবং (16GB র‍্যাম + 512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Realme P4 Power 5G স্মার্টফোন ২৯ জানুয়ারি ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 4D Curve Plus AMOLED ডিসপ্লে ও 10001mAh ব্যাটারি

Realme তাদের নতুন মডেল Realme P4 Power 5G স্মার্টফোন ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 144H...

new-img

অ্যান্ড্রয়েড ১৭ ভার্সন ফাঁস: লিকুইড গ্লাস ইউআই-এর মতো স্বচ্ছ নতুন ডিজাইন

সম্প্রতি টিপস্টার মিস্টিকলিক্স টেলিগ্রামে অ্যান্ড্রয়েড ১৭ ভার্সনের বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেছিলেন, যা পড়ে ডিলেট করে দিয়েছেন। ওই স্ক্রিনশটগুলোতে দ...

new-img

iQOO Z11 Turbo 5G স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি এসেছে: সাথে রয়েছে 7600mAh বড় ব্যাটারি এবং 200MP রেয়ার ক্যামেরা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশে আনঅফিশিয়ালি এসেছে iQOO Z11 Turbo 5G স্মার্টফোন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 200MP রেয়ার ক্যামেরা, যা খুব স্পষ্ট ও উজ্...

new-img

Realme Neo8 স্মার্টফোন 8000mAh বড় ব্যাটারি এবং 165Hz রিফ্রেশ রেট সহ বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে

Realme- এর আসন্ন মডেল Realme Neo8 স্মার্টফোন এখন বাংলাদেশের রিটেইলার শপে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে Snapdragon 8 Gen 5 প্রস...

Discussions