বিশ্বজুড়ে অ্যাপল ভক্তদের মধ্যে আইফোনের উন্মাদনা সবসময়ই থাকে। কিন্তু দাম অনেক বেশি হওয়ায় অনেকের কাছে এটি এখনো সহজলভ্য নয়। সেই আক্ষেপ মেটাতে এবার অ্যাপল ‘বাজেট’ সিরিজে নতুন ফোন নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। গত বছরে আইফোন ১৬ই খুব ভালো সাড়া পাওয়ার পর এবার এর পরবর্তী মডেল ‘আইফোন ১৭ই’ বাজারে উন্মোচিত হতে যাচ্ছে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, প্রযুক্তি দুনিয়ায় আলোচিত এই ফোনটির তৈরি কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।
ডিসপ্লেতে নতুন ডাইনামিক আইল্যান্ড ফিচার যুক্ত হচ্ছে
আইফোন ১৭ই ফোনের সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে ডিসপ্লে। সাধারণত অ্যাপলের প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ মডেলগুলোতে যে ‘ডাইনামিক আইল্যান্ড’ ফিচার থাকে, এবার সেটি যুক্ত হচ্ছে এই সাশ্রয়ী মডেলে। ডিসপ্লেটি হবে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা XDR OLED। স্ক্রিনের মান নিশ্চিত করতে অ্যাপল শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যেমন স্যামসাং, এলজি, এবং বিওই থেকে প্যানেল সংগ্রহ করছে।
শক্তিশালী পারফরম্যান্স ও এআই সুবিধা
সাশ্রয়ী মডেল হলেও পারফরম্যান্সে কোনো কমতি রাখছে না অ্যাপল। আইফোন ১৭ই-তে ব্যবহার করা হতে পারে আইফোন ১৭ সিরিজের সর্বশেষ এ১৯ (A19) চিপসেট। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে iOS 26, যেখানে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা অ্যাপল ইন্টেলিজেন্স পুরোপুরি সমর্থন করবে। ফলে ব্যবহারকারীরা কম দামে আধুনিক AI ফিচারের সুবিধা উপভোগ করতে পারবে।
উন্নত সেলফি ক্যামেরা ও চার্জিং ব্যবস্থা
ফোনটির পেছনে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের শক্তিশালী সেন্সর এবং সেলফি ও ভিডিও কলের মান বাড়ানোর জন্য ফোনের সামনে ১৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হতে পারে, যেখানে সেন্টার স্টেজ ফিচার সমর্থন করবে।
ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে এবার ম্যাগসেফ (MagSafe) ওয়্যারলেস চার্জিং সুবিধাও দেওয়া হতে পারে এই মডেলে। এছাড়া সংযোগের ক্ষেত্রে কোয়ালকম মডেমের পরিবর্তে অ্যাপল নিজস্ব সি১ বা ‘সি১এক্স মডেম ব্যবহার করতে পারে।
সম্ভাব্য দাম ও বাজারে আসার সময়
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের বাজারে আইফোন ১৭ই ফোনের দাম প্রায় ১,০০,০০০ টাকা হতে পারে। তবে মেমোরি চিপের আন্তর্জাতিক দাম বেড়ে গেলে ফোনের নির্ধারিত মূল্যে কিছুটা পরিবর্তন হতে পারে। ফোনটি ক্লাসিক ব্ল্যাক ও হোয়াইট রঙে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু ফোনটি তৈরি করা শুরু করেছে, তাই ধারণা করা হচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যেই এটি বিশ্ববাজারে উন্মোচন হতে পারে।
সোর্স: এখানে ক্লিক করুন