iPhone 17 সিরিজের পর, এবার অ্যাপল M5 চিপসেট দিয়ে তৈরি ম্যাকবুক প্রো লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, ম্যাকবুকটি আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের শেষের দিকে বাজারে আসতে পারে। নতুন মডেলের এই ম্যাকবুকের ডিজাইন, পারফরম্যান্স এবং বাজারে কবে আসবে সেই বিষয়ে বিস্তারিত জেনে নিন।
M5 চিপসেট এর পারফরম্যান্স: কোম্পানির পক্ষ থেকে পারফরম্যান্সের তথ্য এখনো ফাঁস হয়নি। তবে রাশিয়ার একজন ইউটিউবার M5 iPad Pro-এর আনবক্সিং ভিডিও শেয়ার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, M5 চিপে CPU পারফরম্যান্স আগের তুলনায় ১০-১৫ শতাংশ বৃদ্ধি পাবে এবং GPU পারফরম্যান্স M4 চিপের চেয়ে প্রায় ৩৫ শতাংশ বেশি শক্তিশালী হতে পারে।
আরও পড়ুন: পিসির জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আনছে গুগল
যার ফলে ক্রিয়েটিভ কাজের গতি বাড়বে এবং ভিডিও রেন্ডারিংয়ের সময় কমিয়ে আনবে। পেশাদার ব্যবহারকারীরা আরও ভালো অভিজ্ঞতা পাবে। অ্যাপলের সিলিকন রোডম্যাপে M5 চিপ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।
M5 চিপসেট যুক্ত ম্যাকবুকের ডিজাইন: M5 MacBook Pro-এর ডিজাইন আগের M3/M4 মডেলের মতোই থাকবে। তবে অভ্যন্তরীণ আপগ্রেডের মধ্যে থাকবে থান্ডারবোল্ট ৫ সাপোর্ট। এছাড়াও, ম্যাকবুকটিতে উন্নত থার্মাল সিস্টেম 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য নতুন কালার অথবা ছোটখাটো পরিবর্তন আনতে পারে।
M5 চিপসেট যুক্ত ম্যাকবুক কবে বাজারে আসবে: এই মডেলটি উন্নত হার্ডওয়্যার থাকার কারণে উৎপাদন এবং পরীক্ষা শেষ হতে দীর্ঘ সময় লাগে। বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে এটি ২০২৫ সালের অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুর দিকে লঞ্চ হতে পারে।
সোর্স : অ্যাপল