আগামী ৮ জানুয়ারি ২০২৬ তারিখে Xiaomi তাদের নতুন Xiaomi Poco M8 Series ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার। জানা গেছে এই সিরিজের অধীনে দুইটি ফোন বাজারে আসবে Xiaomi Poco M8 এবং Xiaomi Poco M8 Pro। উভয় ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে ব্যবহার করা হবে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন এই সিরিজের Xiaomi Poco M8 স্মার্টফোনে 5,520 mAh ব্যাটারি আর 45W ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে এবং Xiaomi Poco M8 Pro ফোনটিতে 6,500 mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং থাকতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক সিরিজটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইটস
- Xiaomi Poco M8 Series-এ 50MP রেয়ার ক্যামেরা থাকতে পারে।
- সাথে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হতে পারে।
- এই সিরিজে 5520mAh ব্যাটারি এবং 6,500 mAh ব্যাটারি যুক্ত করতে পারে।
Xiaomi Poco M8 Series- এর দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Xiaomi Poco M8 (8GB+256GB) | ২৫,০০০ টাকা |
| Xiaomi Poco M8 Pro (8GB+256GB) | ৩৫,০০০ টাকা |
ধারণা করা হচ্ছে, Xiaomi Poco M8 Series- এর দুইটি স্মার্টফোনই একই ভ্যারিয়েন্টে আসতে পারে। Xiaomi Poco M8 ফোনের (8GB র্যাম +256GB স্টোরেজ) এর বাংলাদেশে দাম ২৫,০০০ টাকা এবং Xiaomi Poco M8 Pro ফোনটির (8GB র্যাম +256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ৩০,০০০ টাকা হতে পারে। ফোনটি Midnight Black, Sky Blue এবং Silver কালারে লঞ্চ হতে পারে।
Xiaomi Poco M8 ফোনের স্পেসিফিকেশন
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন মডেলের Xiaomi Poco M8 স্মার্টফোনে 6.77 ইঞ্চির 3D কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 3200 nits পিক ব্রাইটনেস এবং (2392×1080 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 6 Gen 3 প্রসেসর দেওয়া হতে পারে। ফোনটি 7.35 মিমি থিকনেস এবং 178 গ্রাম ওজনে তৈরি করার সম্ভাবনা রয়েছে।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP AI প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপথ ক্যামেরা ব্যবহার করতে পারে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 20MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ফোনটি HyperOS 2 নির্ভর Android 15 অপারেটিং সিস্টেমে চলতে পারে। জানা গেছে এই ফোনে 4 বছর নতুন Android আপডেট এবং 6 বছর নিরাপত্তা আপডেট পাওয়া যাবে।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য Xiaomi Poco M8 ফোনে 5,520mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং থাকতে পারে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP66 রেটিং দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi‑Fi, Bluetooth এবং NFC সাপোর্ট করবে।
Xiaomi Poco M8 Pro ফোনের স্পেসিফিকেশন
জানা গেছে, Xiaomi Poco M8 Pro স্মার্টফোনে Snapdragon 7s Gen 4 প্রসেসর থাকতে পারে, যা দ্রুত ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে। এছাড়া ফোনটিতে 6.83 ইঞ্চির Quad‑Curved AMOLED ডিসপ্লে ব্যবহার করা হতে পারে, যেখানে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে 32 MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করতে পারে। ফোনটি HyperOS 2 ভিত্তি Android 15 অপারেটিং সিস্টেমে চলতে পারে। এছাড়া ফোনটিতে 4 বছর নতুন Android আপডেট এবং 6 বছর নিরাপত্তা আপডেট পাওয়া যাবে।
Xiaomi Poco M8 Pro স্মার্টফোনে 6,500 mAh ব্যাটারি দেওয়া হতে পারে, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং থাকতে পারে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68 রেটিং দেওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে এই ফোনে 5G নেটওয়ার্ক এবং BT 5.4 সাপোর্ট করবে।
সোর্স: এখানে ক্লিক করুন