Xiaomi Poco F8 Ultra ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি এসেছে। তথ্য অনুযায়ী, প্রিমিয়াম ও আধুনিক ডিজাইনের এই ফোনে রয়েছে 6.9 ইঞ্চি AMOLED ডিসপ্লে, যেখানে বেজেলগুলো খুব পাতলা এবং স্ক্রিন -টু-বডি রেশিও বেশি, ফলে এটি ব্যবহারকারীকে দেয় ভিজুয়াল অভিজ্ঞতা। পাশাপাশি ফোনটিতে বড় 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে।
Xiaomi তাদের Xiaomi Poco F8 Ultra ফ্ল্যাগশিপ স্মার্টফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যুক্ত করেছে। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 4.6 GHz পর্যন্ত। এটি অত্যন্ত শক্তিশালী চিপসেট, যার মাধ্যমে মাল্টি-টাস্কিং, উন্নত গেমিং ও AI-ভিত্তিক কাজগুলো আরো দ্রুত করা যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও আনঅফিশিয়াল দাম।
হাইলাইটস
- Xiaomi Poco F8 Ultra ফোনে রয়েছে 6500mAh ব্যাটারি।
- ফোনটিতে 6.9 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।
- সাথে থাকছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর।
Xiaomi Poco F8 Ultra ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
| Xiaomi Poco F8 Ultra (16GB +512GB) | ১,১০,০০০ টাকা (আনঅফিশিয়াল) |
প্রিমিয়াম ও আধুনিক ডিজাইনের Xiaomi Poco F8 Ultra ফোনটি বাংলাদেশে আনফিশিয়ালি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (16GB র্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১,১০,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Denim Blue এবং Black। বর্তমানে ফোনটি বাংলাদেশের রিটেলার শপে পাওয়া যাচ্ছে।
Xiaomi Poco F8 Ultra ফোনের স্পেসিফিকেশন
নতুন Xiaomi Poco F8 Ultra স্মার্টফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে। 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 4.6 GHz পর্যন্ত। এছাড়া হেভি গেমিং চলাকালীন সময়ে ফোনটি ঠান্ডা রাখার জন্য 6,700mm² ভেপার চেম্বার দেওয়া হয়েছে এবং দুর্দান্ত গেমিং ভিজ্যুয়াল উপভোগ করার জন্য এই ফোনে থাকছে VisionBoost D8 চিপসেট।
ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 3500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে রয়েছে IP68 রেটিং, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম। ফোনটি Xiaomi HyperOS 3 ভিত্তি Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফারদের নজর কাড়তে এই ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি OIS ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 5x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে 4K@30/60fps থেকে 8K@30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা।
ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। নিরাপত্তার জন্য ফোনটিতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI ফেস আনলক ব্যবহার করা হয়েছে। ফোনে 5G নেটওয়ার্ক, Wi-Fi 7 এবং NFC সাপোর্ট করে। বর্তমানে ফোনটি বাংলাদেশে (16GB র্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
সোর্স: এখানে ক্লিক করুন