গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, Xiaomi তাদের নতুন স্মার্টফোন Xiaomi 17 চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Xiaomi 17, Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max তিনটি শক্তিশালী ফোন বাজারে এসেছে। ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চের কোনো তথ্য পাওয়া যায়নি, তবে আনঅফিশিয়ালভাবে ইতিমধ্যে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।
Xiaomi 17 স্মার্টফোনে রয়েছে 7000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং। যা দৈনন্দিন জীবনে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে এবং বার বার চার্জ দেওয়ার ঝামেলা মুক্ত করবে। এই ফোনে যোগ করা হয়েছে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। পাশাপাশি ফোনটিতে রয়েছে 50MP ট্রিপুল রেয়ার ক্যামেরা। চলুন তাহলে জেনে নেওয়া যাক বাংলাদেশে আনঅফিসিয়াল ফোনটির দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- Xiaomi 17 স্মার্টফোনে রয়েছে 50MP ট্রিপুল রেয়ার ক্যামেরা।
- সাথে থাকছে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট।
- ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7000mAh ব্যাটারি।
Xiaomi 17 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
| Xiaomi 17 (12+256GB) | ১০২,০০০ টাকা (আনঅফিসিয়াল) |
| Xiaomi 17 (12+512GB) | ১০৯,৫০০ টাকা (আনঅফিসিয়াল) |
| Xiaomi 17 (16+256GB) | ১১৪,৫০০ টাকা (আনঅফিসিয়াল) |
তথ্য অনুযায়ী, এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালভাবে তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। Xiaomi 17 ফোনের (12GB র্যাম + 256GB স্টোরেজ ) ভ্যারিয়েন্টের দাম ১০২,০০০ টাকা, (12GB র্যাম + 512GB স্টোরেজ) এর দাম ১০৯,৫০০ টাকা এবং (16GB র্যাম + 512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১১৪,৫০০ টাকা। ফোনটি বর্তমানে চারটি আকর্ষণীয় কালারে লঞ্চ হয়েছে Black, Blue, Pink এবং White।
Xiaomi 17 ফোনের স্পেসিফিকেশন
Xiaomi 17 স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.3-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে (1220x2656 পিক্সেল) রেজোলিউশন এবং 3500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির ওজন মাত্র 191 গ্রাম যা বেশ হালকা ও প্রিমিয়াম ফিল প্রদান করে। স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে এই ফোনে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Xiaomi 17 স্মার্টফোনের রেয়ারে রয়েছে ট্রিপল LED ফ্ল্যাশ সহ 50 MP প্রাইমারি ক্যামেরা, 50 MP টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরাতে অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস ও স্লো মোশনের মতো ফিচার সাপোর্ট করে। একইসঙ্গে সেলফির জন্য সামনে থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা।

দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা পেতে এই ফোনে শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটি HyperOS 3 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলবে।
ফোনটিতে IP68 রেটিং দেওয়া হয়েছে, যা ধুলোবালি ও পানি প্রতিরোধে সাহায্য করবে। সিকিউরিটির জন্য ফোনটিতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, একসেলেরোমিটার, কম্পাস এবং জায়রোস্কোপ সাপোর্ট করে। বর্তমানে ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, (12GB র্যাম + 256GB স্টোরেজ), (12GB র্যাম + 512GB স্টোরেজ) এবং (16GB র্যাম + 512GB স্টোরেজ)।
সোর্সঃ এখানে ক্লিক করুন