দীর্ঘ অপেক্ষার পর এবার আইফোন ব্যবহারকারীদের জন্য বড় একটি সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা খুব শীঘ্রই আইফোনে মাল্টিপল অ্যাকাউন্ট ফিচার পেয়ে যাবে। ইতিমধ্যে টেস্টফ্লাইটের নতুন বিটা আপডেটে ফিচারটি দেখা গেছে বলে জানিয়েছে জনপ্রিয় সোর্স ডব্লিউএবিটাইনফো। যেসব আইফন ইউজাররা বিটা সংস্করণ ব্যবহার করছে, তারা সেটিংসে অ্যাকাউন্ট লিস্ট নামে একটি নতুন অপশন দেখতে পাচ্ছে।
কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে এই অপশনটি কিউআর কোড আইকনের পাশেও দেখা যাচ্ছে। সেখান থেকেই নতুন নম্বর যুক্ত করে আরও একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করা যাবে। তার জন্য আলাদা কোন ফোন বা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ প্রয়োজন হবে না। যদিও এই ফিচার হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডে ২০২৩ সালের শেষদিকে চালু করেছিল তবে এটি আইফোনে আসতে অনেক দেরি হয়েছে।
কিভাবে কাজ করবে ফিচারটি
নতুন এই ফিচার চালু হলে অ্যাকাউন্ট বদলানো আরও সহজ হবে। কারণ সেটিংসে গিয়ে প্রাইমারি অ্যাকাউন্ট পরিবর্তন না করেই সরাসরি সেকেন্ডারি অ্যাকাউন্টে যেতে পারবেন, ফলে বারবার লগ আউট করা বা অ্যাপ রিস্টার্ট করার প্রয়োজন হবেনা।
প্রত্যেকটি অ্যাকাউন্টের জন্য থাকবে আলাদা চ্যাট হিস্ট্রি, নোটিফিকেশন সেটিংস এবং প্রাইভেসি অপশন। তাই কোন বার্তা কোন অ্যাকাউন্টে এসেছে তা সহজেই বোঝা যাবে। এমনকি ব্যবহারকারী চাইলে প্রতিটি অ্যাকাউন্টের জন্য ভিন্ন নোটিফিকেশন টোনও সেট করতে পারবেন।
আরো থাকবে প্রতিটি হোয়াটসঅ্যাপ প্রোফাইলের জন্য আলাদা মিডিয়া, অটো-ডাউনলোড সেটিং, আলাদা লাস্ট সিন, আলাদা প্রোফাইল ফটো দৃশ্যমানতা এবং আলাদা রিড রিসিট অপশন। এছাড়াও, রিঅ্যাকশন সেটিংস, মিউট করা চ্যাট প্রতিটি অ্যাকাউন্টে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যাবে।
সবচেয়ে চমৎকার সুবিধা হলো অ্যাকাউন্ট অ্যাকটিভ না থাকলেও মেসেজ আসবে। একইসঙ্গে ব্যাকগ্রাউন্ডে থাকা অ্যাকাউন্টেও বার্তা পৌঁছে যাবে। পাশাপাশি কোন মেসেজটি কোন অ্যাকাউন্টে এসেছে অ্যাপটির মাধ্যমে তা স্পষ্টভাবে দেখা যাবে।
দ্রুত অ্যাকাউন্ট পরিবর্তন করার উপায়
হোয়াটসঅ্যাপের আগের অ্যাকাউন্টের পাশাপাশি নতুন অ্যাকাউন্ট যোগ করার পর ব্যবহারকারী চাইলে অ্যাকাউন্ট লিস্ট থেকে সরাসরি অ্যাকাউন্ট বদলাতে পারবেন। আবার সেটিংস ট্যাবে ডাবল ট্যাপ করেও দ্রুত অ্যাকাউন্ট পরিবর্তন করা যাবে।
নিরাপত্তার ক্ষেত্রেও থাকবে বাড়তি সুবিধা। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা অ্যাপ লক সেট করার অপশন থাকতে পারে। যেখানে ফেস আইডি, টাচ আইডি বা পাসওয়ার্ড ব্যবহার করে প্রতিটি অ্যাকাউন্ট আলাদাভাবে লক রাখা যাবে।
ব্যবহারকারী চাইলে একদম নতুন নম্বর যুক্ত করতে পারবেন এবং আগের ব্যবহৃত যেকোনো নম্বরও পুনর্ব্যবহার করার সুবিধা রয়েছে। এছাড়াও, কম্প্যানিয়ন মোডে থাকা যেকোনো অ্যাকাউন্ট কিউআর কোড স্ক্যান করে সেকেন্ডারি অ্যাকাউন্ট হিসেবে যুক্ত করা সম্ভব
সোর্স: হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ আসছে মাল্টিপল অ্যাকাউন্ট ফিচার, যার মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।