Vivo তাদের নতুন মডেল Vivo X200T 5G স্মার্টফোন খুব শীঘ্রই ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চে করতে চলেছে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার। জানা গেছে, ফোনটিতে Mediatek Dimensity 9400 Plus প্রসেসর থাকতে পারে। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 3.63 GHz পর্যন্ত। ফলে এটি দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করতে সক্ষম হবে।
নতুন Vivo X200T 5G স্মার্টফোনে 6200mAh ব্যাটারি যুক্ত করতে পারে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকতে পারে 90W ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং। এছাড়া ফোনটিতে 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইটস
- Vivo X200T 5G ফোনে 6200mAh ব্যাটারি ব্যবহার করতে পারে।
- পাশাপাশি Mediatek Dimensity 9400 Plus প্রসেসর থাকতে পারে।
- এছাড়া ফোনটিতে AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে।
Vivo X200T 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Vivo X200T 5G (12GB+256GB) | ৮০,০০০ টাকা |
ধারণা করা হচ্ছে, Vivo X200T 5G স্মার্টফোনটি প্রিমিয়াম ফিচার, শক্তিশালী পারফরম্যান্স এবং বড় ব্যাটারি নিয়ে 2026 সালের জানুয়ারি মাসে ভারতের বাজারে লঞ্চ হতে পারে। ফোনটিতে 12GB RAM এবং 256GB স্টোরেজ থাকতে পারে। বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৮০,০০০ টাকা হতে পারে। এছাড়া এটি Black সহ একাধিক কালারে বাজারে আসতে পারে।
Vivo X200T 5G ফোনের স্পেসিফিকেশন ও ফিচার
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী Vivo X200T 5G স্মার্টফোনে 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1600 nits পিক ব্রাইটনেস এবং (1260 x 2800 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এছাড়া দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে Mediatek Dimensity 9400 Plus প্রসেসর দেওয়া হতে পারে। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 3.63 GHz পর্যন্ত।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো সেন্সর এবং 50MP আলট্রা ওয়াইড ক্যামেরা সাপোর্ট করতে পারে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ফোনটি OriginOS ভিত্তি Android 16 অপারেটিং সিস্টেমে চলতে পারে।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6200mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং থাকতে পারে। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi-Fi 7 এবং NFC সাপোর্ট করতে পারে। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য এই ফোনে IP68/IP69 রেটিং দেওয়া হতে পারে।
সোর্স: এখানে ক্লিক করুন