Honor-এর আসন্ন মডেল Honor 500 সিরিজ 2025 সালের নভেম্বর মাসে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই ফাঁস হল ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ডিজাইন। জানা গেছে, Honor 500 সিরিজের অধীনে Honor 500 এবং Honor 500 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন আল্ট্রা-স্লিম বডি সহ বাজারে আসবে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন এই সিরিজের Honor 500 এবং Honor 500 Pro স্মার্টফোনে 200 MP রেয়ার ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি ফোনগুলোতে থাকবে শক্তিশালী 8000mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক সিরিজটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম।
হাইলাইটস
- Honor 500 সিরিজে দেওয়া হবে 200 MP রেয়ার ক্যামেরা।
- এই সিরিজে শক্তিশালী 8000mAh বড় ব্যাটারি থাকবে ।
- পাশাপাশি 50 MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হবে।
Honor 500 সিরিজের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Honor 500 (12GB+256GB) | ৬৫,০০০ টাকা |
| Honor 500 Pro (12GB+256GB) | ৮০,০০০ টাকা |
Honor 500 সিরিজের দুইটি স্মার্টফোনই 12GB র্যাম+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে চীনে লঞ্চ হবে। ফোনটির দাম এখনো প্রকাশ করেনি তবে ধারণা করা হচ্ছে, Honor 500 ফোনের দাম ৬৫,০০০ টাকা এবং Honor 500 Pro ফোনটির আনুমানিক দাম প্রায় ৮০,০০০ টাকা হতে পারে। এই সিরিজটি Black, Silver, Blue এবং Pink কালারে বাজারে আসবে।
Honor 500 ফোনের স্পেসিফিকেশন
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Honor 500 স্মার্টফোনে সবচেয়ে শক্তিশালী 200MP রেয়ার ক্যামেরা ব্যবহার করা হবে, ফলে এই ক্যামেরা দিয়ে ফটোগ্রাফাররা পরিষ্কার ও মসৃণ ছবি এবং হাই-কোয়ালিটি ভিডিও রেকর্ড করতে পারবে। পাশাপাশি ফোনটির সামনে থাকবে 50MP ফ্রন্ট ক্যামেরা।

নতুন এই ফোনে 120Hz রিফ্রেশ সাপোর্টেড 6.5 ইঞ্চির Oled ডিসপ্লে দেওয়া হবে। দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকবে Snapdragon 7 Gen 4 Octa-core প্রসেসর। ফোনটি MagicOS 10 এবং Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হতে পারে।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 8000mAh ব্যাটারি যোগ করবে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং দেওয়া হবে। নতুন এই ফোনে থাকবে IP69 রেটিং, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম হবে। এছাড়াও, ফোনটিতে 5G ইন্টারনেট কানেক্ট সুবিধা যুক্ত করবে।
Honor 500 Pro ফোনের স্পেসিফিকেশন
জানা গেছে, Honor 500 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোনে Snapdragon 8 Elite Octa-core প্রসেসর দেওয়া হবে। পাশাপাশি যুক্ত করবে Phantom Engine 3.0, যার মাধ্যমে ব্যবহারকারীরা দারুণ গেমিং পারফরম্যান্স উপভোগ করতে পারবে।
ফোনটির রেয়ারে সবচেয়ে শক্তিশালী 200MP ক্যামেরা যোগ করা হবে, যার মাধ্যমে ফটোগ্রাফাররা হাই-কোয়ালিটি ছবি এবং উচ্চমানের ভিডিও রেকর্ড করতে পারবে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটির সামনে থাকবে 50MP ফ্রন্ট ক্যামেরা।

Honor 500 Pro স্মার্টফোনে 120Hz রিফ্রেশ সাপোর্টেড 6.5 ইঞ্চির Oled ডিসপ্লে যোগ করা হবে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে থাকবে IP69 রেটিং। ফোনটি MagicOS 10 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলতে পারে।
সোর্সঃ ক্লিক করুন