সিম্ফনি তাদের নতুন স্মার্টফোন Symphony Max 60 4G গত 29 সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করেছে। এর আগের সিরিজে Symphony innova 40 পেশ করেছিল। অনেকেই ফোনটি পছন্দ করলেও বাজেটের অভাবে কিনতে পারেনি। তবে এবার সাধ্যের মধ্যে সপ্ন পূরণের জন্য দুর্দান্ত ব্যাটারি ও চমৎকার ফিচার যুক্ত ফোনটি মাত্র ৮,৪৯৯ টাকা দাম রাখা হয়েছে।
Symphony Max 60 4G স্মার্টফোনে 6000 mAh শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। সঙ্গে আছে 90Hz রিফ্রেশ রেট সাপোর্টের 6,75 ইঞ্চির ডিসপ্লে। ফোনটিতে রয়েছে IP64 রেটিং, যা পানি ও ধুলাবালি প্রতিরোধে সাহায্য করবে। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার।
হাইলাইটস
- Symphony Max 60 4G ফোনে রয়েছে IP64 রেটিং।
- সাথে থাকছে 6000mAh ব্যাটারি।
- ফোনের ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট দেওয়া আছে।
Symphony Max 60 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
ভেরিয়েন্ট | বাংলাদেশে দাম |
Symphony Max 60 4G (4GB+64GB) | ৮,৪৯৯ টাকা (অফিশিয়াল) |
নতুন এই ফোনটি একটি ভেরিয়েন্টে বাজারে এসেছে। যার 4GB র্যাম ও 64GB স্টোরেজ এর দাম ৮,৪৯৯ টাকা। ফোনটি Space black, Frost Blue, Classic Navy Blue,Titanium Gray এবং Divine Gold কালারে লঞ্চ হয়েছে।
Symphony Max 60 4G ফোনের স্পেসিফিকেশন
Symphony Max 60 4G স্মার্টফোনে 6.75 ইঞ্চির IPS ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। যেখানে 90Hz রিফ্রেশ রেট এবং (720x1600 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। ধুলাবালি ও পানি প্রতিরোধ করার জন্য ফোনটিতে রয়েছে IP64 রেটিং।
ফোনের রেয়ারে ডুয়েল 13MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা ব্যাবহার করা হয়েছে। যার মধ্য এ আই, পোর্ট্রেট মোড, নাইট মোড, টাইম ল্যাপ্স এবং ফেস আনলক সহ একাধিক ফিচার রয়েছে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকছে 5MP ফ্রন্ট ক্যামেরা।
পারফরম্যান্সের জন্য এই ফোনে Unisoc SC9863A প্রসেসর যুক্ত করেছে। বর্তমানে এটি 4GB ফিজিক্যাল র্যাম 4GB+4GB ভার্চুয়াল র্যাম ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে কাজ করে।
কোম্পানির তথ্য অনুযায়ী, Symphony Max 60 4G ফোনটিতে 6000mAh ব্যাটারি রয়েছে। যার ফলে ব্যাবহারকারীরা দীর্ঘ সময় ব্যাকআপের সুবিধা পাবে। নতুন মডেলের এই ফোনে ডুয়েল সিম এবং মেমোরি কার্ড সাপোর্ট করে।
সোর্সঃ ক্লিক করুন