রিয়েলমি সি সিরিজের অধীনে Realme C85 Pro 4g স্মার্টফোন আগামী ৫ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে। রিয়েলমি জানিয়েছে, ফোনটিতে IP69 Pro রেটিং ব্যবহার করা হবে, যা ধুলোবালি, পানি, কোলা, গরম কফি, চা সহ মোট ৩৬ ধরনের তরল থেকে সুরক্ষিত থাকবে।
Realme C85 Pro 4G স্মার্টফোনে থাকবে Snapdragon 685 প্রসেসর, যা স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে। দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7000mAh ব্যাটারি যোগ করা হবে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং দেওয়া হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইটস
- Realme C85 Pro 4G ফোনে 7000mAh ব্যাটারি ব্যবহার করা হবে।
- ধুলোবালি প্রতিরোধের জন্য ফোনটিতে IP69 Pro রেটিং দেওয়া হবে।
- নতুন এই ফোনে থাকবে 4000 nits আল্ট্রা ব্রাইট AMOLED ডিসপ্লে।
Realme C85 Pro 4G ফোনের দাম এবং ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Realme C85 Pro 4G (6GB+128GB) | ২২,০০০ টাকা |
তথ্য অনুযায়ী, Realme C85 Pro 4G স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে (6GB র্যাম +128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে আসবে, তবে এর দাম এখনো প্রকাশ করেনি। ধারণা করা হচ্ছে, ফোনটির আনুমানিক দাম প্রায় ২২,০০০ টাকা হতে পারে। এছাড়াও, ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে লঞ্চ করবে Parrot Purple এবং Peacock Green।
Realme C85 Pro 4G ফোনের স্পেসিফিকেশন
নতুন মডেলের Realme C85 Pro 4G স্মার্টফোনে থাকবে 6.8 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এই স্ক্রিনে 120 Hz রিফ্রেশ রেট এবং 4000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি Snapdragon 685 ব্যবহার করা হবে, যার ক্লক স্পিড 2.8 GHz পর্যন্ত।

ফোনের রেয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা সহ তিনটি ক্যামেরা দেওয়া হবে এবং ফোনের সামনে থাকবে 8MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও, ফোনটিতে ব্যবহার করা হবে 6GB র্যাম +128GB স্টোরেজ। ফোনটি realme UI 6.0 নির্ভর অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে।
ফোনটিতে ব্যবহার করা হবে IP69 Pro রেটিং, যার ফলে এটি পানি, কোলা, গরম কফি, চা সহ মোট ৩৬ ধরনের তরল থেকে সুরক্ষিত থাকবে। এছাড়া, ফোনটি পানির নিচে টানা ৬০ দিন পর্যন্ত ভিডিও ধারণ করতে সক্ষম হবে।
Realme C85 Pro 4G ফোনটিতে থাকবে 7000mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং দেওয়া হবে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, একসেলেরোমিটার, কম্পাস, জায়রোস্কোপ সাপোর্ট করবে।
সোর্স : ক্লিক করুন