আগামী 17 নভেম্বর 2025 তারিখে, আনুষ্ঠানিকভাবে চীনের বাজারে লঞ্চ হতে চলেছে Oppo Reno15 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। লঞ্চের আগেই কোম্পানি তাদের আপকামিং মডেলগুলোর কালার, স্টোরেজ অপশন এবং বেশ কিছু ফিচার প্রকাশ করেছে। জানা গেছে, Oppo Reno15 সিরিজের অধীনে দুইটি মডেল খুব শীঘ্রই চীনের বাজারে আসবে OPPO Reno 15 এবং Oppo Reno 15 Pro।
Oppo-এর দেওয়া তথ্য অনুযায়ী, নতুন এই সিরিজের Oppo Reno15 স্মার্টফোনটি আকর্ষণীয় তিনটি কালারে লঞ্চ করবে Starlight Bow, Aurora Blue এবং Canele Brown। পাশাপাশি Oppo Reno15 Pro ফোনটি Starlight Bow, Honey Gold ও Canele Brown কালার অপশনে বাজারে আসবে। চলুন এবার জেনে নেওয়া যাক সিরিজটির সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- Oppo Reno15 সিরিজ Android 16 এবং ColorOS 16 UI সহ লঞ্চ করবে।
- সিরিজটির ডিসপ্লেতে1.15mm Ultra narrow bezels ফ্রেম থাকবে।
- এই সিরিজের রেয়ারে 200MP স্যামসাং HP5 ক্যামেরা যোগ করতে পারে।
Oppo Reno15 সিরিজের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Oppo Reno15 (12GB +256GB) | ৭০,০০০ টাকা |
| Oppo Reno15 Pro (12GB +256GB) | ৮০,০০০ টাকা |
তথ্য অনুযায়ী, Oppo Reno15 সিরিজের দুইটি স্মার্টফোনই 12GB র্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে চীনে লঞ্চ করবে। ফোনটির দাম এখনো প্রকাশ করেনি তবে ধারণা করা হচ্ছে, Oppo Reno15 ফোনের দাম ৭০,০০০ টাকা এবং Oppo Reno15 Pro ফোনটির দাম ৮০,০০০ টাকা হতে পারে। Reno15 ফোনটি Starlight Bow, Aurora Blue ও Canele Brown কালারে আসবে এবং Reno15 Pro স্মার্টফোন Starlight Bow, Honey Gold ও Canele Brown কালারে লঞ্চ করবে।
Oppo Reno15 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
ধারণা করা হচ্ছে, Oppo Reno15 স্মার্টফোনে 6.32 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং (1256x2760 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করতে পারে। দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে Mediatek Dimensity 8450 দেওয়া হতে পারে।
Oppo Reno15 ফ্ল্যাগশিপ স্মার্টফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 200MP স্যামসাং HP5 প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করতে পারে। সেলফির জন্য ফোনের সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
ফোনটিতে 6000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং দেওয়ার সম্ভাবনা রয়েছে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য এই ফোনে IP68/IP69 রেটিং সাপোর্ট করতে পারে। ফোনটি ColorOS 16 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলতে পারে। জানা গেছে, এটি 12GB র্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আসবে।
Oppo Reno15 Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
জানা যাচ্ছে, Oppo Reno15 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 200MP স্যামসাং HP5 প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে। এছাড়াও, ফোনের সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করতে পারে।
নতুন মডেলের Oppo Reno15 Pro ফোনে 6.78 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং ( 1272x2800 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করতে পারে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে Mediatek Dimensity 8450 প্রসেসর দেওয়া হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno15 Pro ফোনটিতে 6300mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনটি ColorOS 16 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে সফটওয়্যার রান করতে পারে। জানা গেছে, নতুন এই স্মার্টফোন 12GB র্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আসবে।
সোর্সঃ ক্লিক করুন