আগামী 8 জানুয়ারি 2026 তারিখ ওয়ানপ্লাস-এর আসন্ন মডেল OnePlus Turbo 6 স্মার্টফোন চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার। জানা গেছে, নতুন এই ফোনে 165Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে ব্যবহার করা হবে। এর ফলে দ্রুতগতির গেমিং, ভিডিও দেখা কিংবা স্ক্রলিংয়ের সময় মোশন ব্লার অনেকটাই কমবে এবং ইনপুট ল্যাগও হ্রাস পাবে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, OnePlus তাদের নতুন মডেল OnePlus Turbo 6 স্মার্টফোনে Snapdragon 8s Gen 4 প্রসেসর ব্যবহার করতে যাচ্ছে। এই শক্তিশালী চিপসেটের মাধ্যমে ফোনটি উচ্চ-স্তরের পারফরম্যান্সের পাশাপাশি উন্নত গেমিং অভিজ্ঞতা ও আধুনিক AI-সক্ষমতা প্রদান করবে। এছাড়া ফোনটিতে বিশাল 9000mAh ব্যাটারি থাকবে।
হাইলাইটস
- OnePlus Turbo 6 ফোনে দেওয়া হবে 9000mAh ব্যাটারি।
- সাথে থাকবে 165Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে।
- এছাড়া Snapdragon 8s Gen 4 প্রসেসর ব্যবহার করা হবে।
OnePlus Turbo 6 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| OnePlus Turbo 6 (12GB+256GB) | ৫৫,০০০ টাকা |
ধারণা করা হচ্ছে, প্রিমিয়াম ফিচার, বিশাল ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর সহ চীনের বাজারে OnePlus Turbo 6 স্মার্টফোন একটি ভ্যারিয়েন্টে আসতে পারে। ফোনের 12GB র্যাম+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের বাংলাদেশে দাম প্রায় ৫৫,০০০ টাকা হতে পারে। ফোনটি Lone Black, Chasing Light Silver এবং Wilderness Green কালারে ডিজাইন করা হবে।
OnePlus Turbo 6 ফোনের স্পেসিফিকেশন
নতুন OnePlus Turbo 6 স্মার্টফোনে 6.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে ব্যবহার করা হবে। এই স্ক্রিনে 165Hz রিফ্রেশ রেট এবং (1264×2780 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে, ফলে ব্যবহারকারীরা পাবে অত্যন্ত স্মুথ ও শার্প ভিজ্যুয়াল অভিজ্ঞতা। এছাড়া দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকবে Snapdragon 8s Gen 4 প্রসেসর।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকবে 32MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে IP68 + IP69 + IP69K রেটিং সাপোর্ট করবে।
ফোনটির সবচেয়ে নজরকাড়া ফিচার হলো ব্যাটারি। OnePlus Turbo 6 ফোনে বিশাল 9000mAh ব্যাটারি দেওয়া হবে , যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 80W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং। সিকিউরিটির জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করবে।
সোর্স: এখানে ক্লিক করুন