OnePlus তাদের নতুন OnePlus Turbo 6 5G Series আগামী 8 জানুয়ারি 2026 তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার। জানা গেছে এই সিরিজের অধীনে দুইটি ফোন বাজারে আসবে OnePlus Turbo 6 5G এবং OnePlus Turbo 6V 5G। উভয় ফোনে বিশাল 9000mAh ব্যাটারি দেওয়া হবে, যা একটানা দীর্ঘ সময় নিশ্চিন্তে ব্যবহারের সুবিধা দেবে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন এই সিরিজের Turbo 6 5G স্মার্টফোনে 165Hz রিফ্রেশ রেট সমর্থিত 1.5K AMOLED ডিসপ্লে ব্যবহার করা হবে এবং Turbo 6V 5G ফোনটিতে থাকবে 1.5K AMOLED ডিসপ্লে, যেখানে 144Hz রিফ্রেশ সাপোর্ট করবে। সিরিজের উভয় ফোনই Android 16 বেসড OxygenOS 16 অপারেটিং সিস্টেমে চলতে পারে।
হাইলাইটস
- OnePlus Turbo 6 5G Series-এ থাকবে 9000mAh ব্যাটারি।
- পাশাপাশি 1.5K AMOLED ডিসপ্লে ব্যবহার করা হবে।
- নতুন এই সিরিজে দেওয়া হবে IP68/IP69/IP69K রেটিং।
OnePlus Turbo 6 5G Series- এর দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| OnePlus Turbo 6 5G (12GB +256GB) | ৫০,০০০ টাকা |
| OnePlus Turbo 6V 5G (8GB +256GB) | ৩০,০০০ টাকা |
ধারণা করা হচ্ছে, OnePlus Turbo 6 5G Series-এর Turbo 6 5G ফোনটি (12GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে আসতে পারে, যার দাম বাংলাদেশে প্রায় ৫০,০০০ টাকা হতে পারে এবং Turbo 6V 5G স্মার্টফোন (8GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৩০,০০০ টাকা হতে পারে। সিরিজের Turbo 6 5G ফোনটি Lone Black, Silver ও Wilderness Green কালার এবং Turbo 6V 5G ফোন Lone Black, Nova White ও Fearless Blue কালারে আসবে।
OnePlus Turbo 6 5G ফোনের স্পেসিফিকেশন
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, OnePlus Turbo 6 5G স্মার্টফোনে ব্যবহার করা হবে শক্তিশালী Snapdragon 8s Gen 4 প্রসেসর, যা দ্রুতগতির ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে। পাশাপাশি ফোনটিতে থাকবে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনে 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে, ফলে ব্যবহারকারীরা অত্যন্ত স্মুথ, শার্প এবং প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপভোগ করতে পারবে।
ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকবে। সেলফির জন্য সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এছাড়া ফোনটিতে IP68/IP69/IP69K রেটিং সাপোর্ট করবে, যা উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার জলের জেট স্প্রে (যেমন স্টিম ক্লিনিং) প্রতিরোধ করতে সক্ষম হবে।
ফোনটির সবচেয়ে নজরকাড়া ফিচার হলো ব্যাটারি। OnePlus Turbo 6 ফোনে থাকবে বিশাল 9000mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। পাশাপাশি দ্রুত চার্জের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং ব্যবহার করা হবে। ফোনটিতে Adreno 825 GPU, LPDDR5X র্যাম এবং UFS 4.1 স্টোরেজ সাপোর্ট করবে।
OnePlus Turbo 6V 5G ফোনের স্পেসিফিকেশন
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন OnePlus Turbo 6V 5G স্মার্টফোনে 6.8 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়া ফোনটিতে Snapdragon 7s Gen 4 প্রসেসর ব্যবহার করা হবে, যা দৈনন্দিন কাজ, মাঝামাঝি গেমিং ও দ্রুত UI পারফরম্যান্স দেবে।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশসহ 50MP প্রাইমারি ক্যামেরা ও 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হবে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকবে 32 ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে IP68/IP69/IP69K রেটিং সমর্থন করতে পারে, যা উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার জলের জেট স্প্রে প্রতিরোধ করতে সক্ষম হবে।
ফোনটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ব্যাটারি। নতুন এই ফোনে বিশাল 9000mAh ব্যাটারি দেওয়া হবে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 80W ফাস্ট চার্জিং। সিকিউরিটির জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করবে।
সোর্স: এখানে ক্লিক করুন