আগামী ৭ অক্টোবর, ভারতের বাজারে আসতে চলেছে Motorola Moto G06 Power 4G স্মার্টফোন। তবে লঞ্চের আগেই এই ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন ও ফিচার অনলাইনের মাধ্যমে ফাঁস হয়েছে। টেক ওয়েবসাইট এক্সপার্টপিকের পক্ষ থেকে জানা গেছে আপকামিং ফোনটির রেয়ার ক্যামেরাই 4k ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।
Motorola Moto G06 Power 4G স্মার্টফোনে দুর্দান্ত শক্তিশালী 7000mAh ব্যাটারি থাকবে। পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট সাপোর্টের 6.88 ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনটিতে পানি ও ধুলোবালি প্রতিরোধের জন্য IP64 রেটিং যুক্ত করবে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্ভাব্য দাম ও ফিচার।
হাইলাইটস
- Motorola Moto G06 Power 4G স্মার্টফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হবে।
- সাথে থাকবে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
- ফোনটিতে 50MP রেয়ার ক্যামেরা ব্যবহার করা হবে।
Motorola Moto G06 Power 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
Motorola Moto G06 Power 4G (4GB+64GB) | ১৮,৯৯৯ টাকা |
জানা যাচ্ছে, Motorola Moto G06 Power 4G ফোনটির (4GB র্যাম + 64GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৮,০০০ রূপি। এটি বাংলাদেশে আসলে প্রায় ১৮,৯৯৯ টাকা হতে পারে। ফোনটি PANTONE Laurel Oak, PANTONE Tapestry এবং PANTONE Tendril কালারে লঞ্চ হবে।
Motorola Moto G06 Power 4G ফোনের স্পেসিফিকেশন
Motorola Moto G06 Power 4G স্মার্টফোনে 6.88 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 600 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। প্রোটেকশনের জন্য ফোনটিতে Corning Gorilla Glass 3 প্রোটেকশন এবং পানি ও ধুলোবালি প্রতিরোধের জন্য IP64 রেটিং যোগ করা হবে।
ফটোগ্রাফির জন্য ফোনটির রেয়ারে ডুয়েল f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP ক্যামেরা এবং ফ্রন্টে 8MP সেলফি সেন্সর দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে 7000mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, স্মার্টফোনটি 1000 বার চার্জ দেওয়ার পরও এর ব্যাটারি হেলথ 80% এর বেশি ধরে রাখতে পারবে।
পারফরম্যান্সের জন্য Motorola Moto G06 Power 4G স্মার্টফোনে ব্যবহার করা হবে MediaTek Helio G99 চিপসেট। বর্তমানে এটি 4GB র্যাম + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসার সম্ভাবনা রয়েছে। ফোনটি Android 15 ও এস ভিত্তিক Hello UI কাস্টম সফটওয়্যার রান করবে। পাশাপাশি, 3.5 মিমি হেডফোন জ্যাক, ও সুরক্ষার জন্য একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করতে পারে।
সোর্সঃ ক্লিক করুন