iQOO-এর আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 15 5G চীনের বাজারে আসতে চলেছে। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই ফোনটিতে ওয়্যারলেস চার্জিং যোগ করবে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, iQOO 15 5G অক্টোবর মাসের মধ্যে বিশ্ববাজারে লঞ্চ হতে পারে।
iQOO 15 5G স্মার্টফোনটিতে শক্তিশালী 7,000mAh ব্যাটারি থাকবে। যেখানে গ্লোবাল ডাইরেক্ট ড্রাইভ পাওয়ার সাপ্লাই 2.0 স্ট্যান্ডার্ড সাপোর্ট করবে। ভিভোর দেওয়া তথ্য মতে, এটি গেমিং ও ভিডিও প্লেব্যাকের সময় বৃদ্ধি পাবে। ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 (3 nm) প্রসেসর দেওয়া হয়েছে যা দ্রুত গতির পারফরম্যান্স প্রদান করতে সক্ষম।
হাইলাইটস
- iQOO 15 5G ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হবে।
- সাথে থাকবে Snapdragon 8 Elite Gen 5 (3 nm) প্রসেসর।
- ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে যোগ করবে।
iQOO 15 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
ভ্যারিয়েন্ট | চীনে দাম | বাংলাদেশে সম্ভাব্য দাম |
iQOO 15 5G (12GB+256GB) | ৪,৪১৩ ইউয়ান | ৮০,০০০ টাকা |
তথ্য অনুযায়ী, iQOO 15 5G স্মার্টফোনটি চীনের বাজারে 12GB র্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে, যার দাম ৪,৪১৩ ইউয়ান। সেই তুলনায় বাংলাদেশে প্রায় ৮০,০০০ টাকা হতে পারে। নতুন মডেলের এই ফোনটি Black সহ একাধিক কালারে লঞ্চ করবে।
iQOO 15 5G ফোনের স্পেসিফিকেশন ও ফিচার
তথ্য অনুযায়ী, iQOO 15 5G স্মার্টফোনে থাকবে একটি চমৎকার 6.85 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে। যেখানে 144Hz রিফ্রেশ রেট এবং (1440 x 3168 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। এই ফোনের স্ক্রিন উজ্জ্বল করার জন্য 2600 নিটস ব্রাইটনেস দেওয়া হবে।
পারফরম্যান্সের দিক থেকে iQOO 15 5G স্মার্টফোনে ব্যবহার করা হবে Snapdragon 8 Gen 5 চিপসেট (AC ভার্সন), যা দ্রুত গতির ও শক্তিশালী। এটি তৈরি করা হয়েছে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে, এবং এর ক্লক স্পিড 3.55 GHz থেকে 4.19GHz পর্যন্ত হতে পারে। বর্তমানে এই ফোনটিতে 16GB র্যাম + 512GB স্টোরেজ যুক্ত করবে।
স্মার্টফোনটিতে ব্যবহার করা হবে 7,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং। কোম্পানির তথ্য মতে, নতুন মডেলের এই ফোনে ওয়্যারলেস চার্জিং যোগ করবে। ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড সাপোর্ট করবে। সেলফির জন্য সামনে থাকবে 32 MP ফ্রন্ট ক্যামেরা।
সিকিউরিটির জন্য ফোনে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। ফোনটি অরিজিন OS 6 অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলবে। পানি ও ধুলোবালি প্রতিরোধ করার জন্য IP68/IP69 রেটিং ব্যবহার করা হবে।
সোর্সঃ ক্লিক করুন