HTC তাদের নতুন মডেল HTC Wildfire E7 Life স্মার্টফোন ১০ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে, ফলে স্ক্রলিং ও সাধারণ ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা পাওয়া যায়। মাত্র ১২,৯৯৯ টাকা বাজেটের ফোনে এই রিফ্রেশ রেট পাওয়া সত্যিই একটি বড় সুবিধা।
নতুন HTC Wildfire E7 Life স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহারে সহজেই এক দিন ব্যাকআপ দিতে সক্ষম। পাশাপাশি ফোনটিতে রয়েছে Unisoc T615 প্রসেসর। 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.8 GHz পর্যন্ত। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইটস
- HTC Wildfire E7 Life ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি।
- সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে।
- নতুন এই ফোনে দেওয়া হয়েছে 50MP রেয়ার ক্যামেরা।
HTC Wildfire E7 Life ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
| HTC Wildfire E7 Life (6GB +128GB) | ১২ ,৯৯৯ টাকা (অফিশিয়াল) |
তথ্য অনুযায়ী, HTC Wildfire E7 Life স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (6GB র্যাম+128GB স্টোরেজ) ভেরিয়েন্টের অফিশিয়াল দাম মাত্র ১২,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Grey এবং Champagne Gold। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।
HTC Wildfire E7 Life ফোনের স্পেসিফিকেশন
নতুন HTC Wildfire E7 Life স্মার্টফোনে 6.74 ইঞ্চির IPS Incell ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট 480 nits পিক ব্রাইটনেস এবং (720x1600 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে Unisoc T615 প্রসেসর। 12 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.8 GHz পর্যন্ত।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 0.08MP অক্সিলিয়ারি লেন্স ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস-এর মতো ফিচার সাপোর্ট করে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটির অপারেটিং সিস্টেম Android 16।
HTC Wildfire E7 Life স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহারে সহজেই এক দিন ব্যাকআপ দিতে সক্ষম এবং সাথে রয়েছে 10W ফাস্ট চার্জিং সুবিধা। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। বর্তমানে ফোনটি বাংলাদেশের বাজারে (6GB র্যাম+128GB স্টোরেজ) ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।
সোর্স: এখানে ক্লিক করুন