Honor তাদের নতুন মডেল Honor X9d 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন ৪ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, এটি একটি SGS Triple-resistant প্রিমিয়াম পারফরমেন্স সার্টিফায়েড ফোন। ফোনটিতে দেওয়া হয়েছে শক্তিশালী 8300mAh ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে খুব সহজেই ৩ থেকে ৪ দিন পর্যন্ত ব্যাকআপ প্রদান করতে সক্ষম।
ফটোগ্রাফির জন্য Honor X9d 5G স্মার্টফোনে 108MP রেয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Snapdragon 6 Gen 4 প্রসেসর, 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.3 GHz পর্যন্ত। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে অফিশিয়াল দাম।
হাইলাইটস
- Honor X9d 5G স্মার্টফোনে 8300mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- এছাড়া ফোনটিতে থাকছে 108MP রেয়ার ক্যামেরা।
- নতুন এই ফোনে রয়েছে IP66/IP68/IP69/IP69K রেটিং।
Honor X9d 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
| Honor X9d 5G (12GB+256GB) | ৪৬,৯৯৯ টাকা (অফিশিয়াল) |
তথ্য অনুযায়ী, মিড-রেঞ্জ বাজেটের এই ফোনটি প্রিমিয়াম ও উচ্চমানের ফিচার সহ বাংলাদেশে অফিশিয়ালি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। Honor X9d 5G ফোনের (12GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম প্রায় ৪৬,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে রয়েছে Reddish Brown,Midnight Black,Sunrise Gold এবং Forest Green। ফোনটি ৪ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত প্রি-বুকিং করা যাবে, তারপর এটি কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে বিক্রি শুরু হবে।
Honor X9d 5G ফোনের স্পেসিফিকেশন
নতুন Honor X9d 5G স্মার্টফোনে 6.79 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 6 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.3GHz পর্যন্ত।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে LED ফ্ল্যাশসহ f/1.75 অ্যাপার্চারের 108MP প্রাইমারি সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের 5MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে 10X ডিজিটাল জুম সাপোর্ট করে। একইভাবে, সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে f/2.45 অ্যাপার্চারের 16MP ফ্রন্ট ক্যামেরা।
ফোনটিতে রয়েছে শক্তিশালী 8300mAh ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে খুব সহজেই ৩ থেকে ৪ দিন পর্যন্ত ব্যাকআপ প্রদান করে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 66W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। জানা গেছে, এই ব্যাটারি ৬ বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করবে। ফোনটি Magic OS 9 ভিত্তিক অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে।
ফোনটিতে IP66/IP68/IP69/IP69K রেটিং দেওয়া হয়েছে। এটি ফোনকে পানি ও ধুলো থেকে ভালো সুরক্ষা দেয় এবং মজবুত বিল্ড কোয়ালিটি নিশ্চিত করে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটি ৫৫° গরম থেকে -৩০° ঠান্ডা তাপমাত্রাতেও স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম। এছাড়া ফোনটিতে রয়েছে A New Era of Drop Defense ফিচার, যার ফলে ফোনটি শক্ত জায়গায় পড়ে গেলেও স্ক্রিন ও বডি আরও ভালোভাবে সুরক্ষিত থাকে।
সোর্স: এখানে ক্লিক করুন