Honor তাদের নতুন মডেল Honor WIN 5G Series আগামী 26 ডিসেম্বর 2025 তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে সিরিজটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার। জানা গেছে এই সিরিজের অধীনে দুইটি ফোন বাজারে আসবে Honor WIN 5G এবং Honor WIN RT 5G। উভয় ফোনেই ব্যবহার করা হবে Snapdragon 8 Elite Gen5 প্রসেসর, যা দ্রুত ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে সক্ষম হবে।
Honor- এর আসন্ন Honor WIN 5G Series-এর দুইটি ফোনেই বিশাল 10000mAh ব্যাটারি যুক্ত করা হবে। পাশাপাশি দ্রুত চার্জ করার জন্য এই সিরিজের Honor WIN 5G স্মার্টফোনে থাকবে 100W ফাস্ট চার্জিং ও 80W ওয়্যারলেস চার্জিং আর Honor WIN RT 5G ফোনটিতে 100W ফাস্ট চার্জিং দেওয়া হবে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং সম্ভাব্য দাম।
হাইলাইটস
- Honor WIN 5G Series- এ থাকবে 10000mAh ব্যাটারি।
- পাশাপাশি থাকবে Snapdragon 8 Elite Gen5 প্রসেসর।
- এই সিরিজের ফোনে MagicOS 10 সফটওয়্যার দেওয়া হবে।
Honor WIN 5G Series- এর দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Honor WIN 5G (12GB+256GB) | ১,০০০০০ টাকা |
| Honor WIN RT 5G (12GB+256GB) | ৮০,০০০ টাকা |
জানা গেছে, নতুন এই সিরিজের Honor WIN 5G ফোন (12GB র্যাম+ 256GB স্টোরেজ) এবং Honor WIN RT 5G স্মার্টফোন (12GB র্যাম+ 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে চীনের বাজারে আসবে। ফোনগুলোর দাম এখনো প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে Honor WIN 5G ফোনটি ১,০০০০০ টাকা এবং Honor WIN RT 5G ফোন ৮০,০০০ টাকা হতে পারে।
Honor WIN 5G Series- এর স্পেসিফিকেশন
Honor WIN 5G ফোনের স্পেসিফিকেশন:
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন মডেলের Honor WIN 5G স্মার্টফোনে 6.8 ইঞ্চির LTPS AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনে 165Hz রিফ্রেশ রেট এবং (2800 x 1272 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এছাড়া ফোনটিতে Snapdragon 8 Elite Gen5 প্রসেসর ব্যবহার করা হবে, যা দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করতে সক্ষম।
ফোনটিতে বিশাল 10000mAh ব্যাটারি দেওয়া হবে, ফলে ব্যবহারকারীরা একটানা দীর্ঘ সময় চালানোর সুবিধা পাবেন। পাশাপাশি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 100W ফাস্ট চার্জিং ও 80W ওয়্যারলেস চার্জিং। ফোনটির থিকনেস 8.3 মিলিমিটার এবং ওজন 229 গ্রাম। ফোনটি MagicOS 10 ভিত্তি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলবে।
এই ফোনের পেছনে তিনটি ক্যামেরা সেটআপ থাকবে। পাশাপাশি একটি অ্যাকটিভ কুলিং ফ্যান দেওয়া হবে, যা গেম খেলার সময় ফোন অতিরিক্ত গরম হওয়া থেকে ফোনকে রক্ষা করবে। নতুন এই ফোন তিনটি আকর্ষণীয় কালারে বাজারে আসবে black, white এবং blue। এছাড়া ফোনটি চীনের বাজারে (12GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্ট লঞ্চ করবে বলে জানা গেছে।যল
Honor WIN RT 5G ফোনের স্পেসিফিকেশন:
জানা গেছে, Honor WIN RT 5G স্মার্টফোনে ব্যবহার করা হবে শক্তিশালী Snapdragon 8 Elite Gen5 প্রসেসর, যা স্মুথ পারফরম্যান্স, দ্রুত ওয়েব ব্রাউজিং এবং উন্নত গ্রাফিক্স প্রদান করবে। এছাড়া ফোনটিতে 6.58 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে যুক্ত করতে পারে, যেখানে (2800 x 1272 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে।
নতুন এই ফোনে বড় 10000mAh ব্যাটারি দেওয়া হবে, ফলে ব্যবহারকারীরা এক চার্জে দীর্ঘ সময় নিশ্চিন্তে চালাতে পারবেন। এর সাথে থাকবে 100W ফাস্ট চার্জিং, যা দ্রুত চার্জ করতে সক্ষম হবে। ফোনটিতে ট্রিপুল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হবে। ফোনটি MagicOS 10 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটির থিকনেস 8.3 মিলিমিটার এবং ওজন 225 গ্রাম।
Honor Win RT ফোনটি মূলত black, white এবং blue এই তিনটি কালারে বাজারে আসবে। ফোনটির ডিজাইন গেমিংকে মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ম্যাট ফিনিশ দেওয়া হবে। এছাড়াও এতে একটি অ্যাকটিভ কুলিং ফ্যান থাকবে, যা গেম খেলার সময় ফোন ঠান্ডা রাখতে সাহায্য করবে। ফোনটি চীনের বাজারে (12GB র্যাম+ 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে লঞ্চ হবে।
সোর্স: এখানে ক্লিক করুন