Honor তাদের নতুন মডেল Honor Power2 5G স্মার্টফোন আগামী 5 জানুয়ারি 2026 তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার। জানা গেছে, নতুন এই ফোনটিতে ব্যবহার করা হবে বিশ্বের সবচেয়ে বড় 10080mAh ব্যাটারি। এই শক্তিশালী ব্যাটারি দীর্ঘস্থায়ী পারফরম্যান্স দেবে, ফলে কয়েকদিন চার্জ না দিয়েও স্মার্টফোন ব্যবহার করা সম্ভব হবে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Honor Power2 5G স্মার্টফোনে Dimensity 8500 Elite প্রসেসর ব্যবহার করা হবে। এই প্রসেসর গেমিং, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারে ফ্ল্যাগশিপ-লেভেলের পারফরম্যান্সের অভিজ্ঞতা প্রদান করবে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্ভাব্য দাম ও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন।
হাইলাইটস
- Honor Power2 5G স্মার্টফোনে থাকবে বড় 10080mAh ব্যাটারি।
- ফোনটিতে 1.5K AMOLED ডিসপ্লে ব্যবহার করা হবে।
- নতুন এই ফোনে দেওয়া হবে Dimensity 8500 Elite প্রসেসর।
Honor Power2 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Honor Power2 5G (12GB+256GB) | ৫০,০০০ টাকা |
ধারণা করা হচ্ছে, সবচেয়ে বড় ব্যাটারি, শক্তিশালী প্রসেসর সহ Honor Power2 5G স্মার্টফোন চীনের বাজারে একটি ভ্যারিয়েন্ট আসতে পারে। ফোনের (12GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে দাম প্রায় ৫০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে ডিজাইন করা হবে Black, White এবং Orange।
Honor Power2 5G ফোনের স্পেসিফিকেশন
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Honor Power2 5G স্মার্টফোনে বিশ্বের সবচেয়ে বড় 10080mAh ব্যাটারি দেওয়া হবে। এটি অত্যন্ত শক্তিশালী ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্স দেবে, ফলে কয়েকদিন দিন চার্জ না দিয়েও স্মার্টফোন ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং যুক্ত করতে পারে।
ফোনটিতে 6.79 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 8,000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হবে Dimensity 8500 Elite প্রসেসর। ফোনটি Android 16 নির্ভর MagicOS 10 অপারেটিং সিস্টেমে চলবে।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50M প্রাইমারি ক্যামেরা এবং 5MP আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকবে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটির ওজন 216 গ্রাম এবং থিকনেস 7.98 মিলিমিটার।
সোর্স: এখানে ক্লিক করুন