Honor তাদের নতুন মডেল Honor Magic8 Pro Air স্মার্টফোন আগামী ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার। জানা গেছে, এই ফোনে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Mediatek Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে, যা মাল্টিটাস্কিং, হাই-এন্ড গেমিং এবং ভারী কাজগুলোতে দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করতে সক্ষম হবে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন মডেলের Honor Magic8 Pro Air স্মার্টফোনে 5500mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ও 5W রিভার্স চার্জিং থাকতে পারে। এছাড়া ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.3 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন এবং দাম।
হাইলাইটস
- Honor Magic8 Pro Air ফোনে 5500mAh ব্যাটারি থাকতে পারে।
- পাশাপাশি Mediatek Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে।
- নতুন এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করতে পারে।
Honor Magic8 Pro Air ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Honor Magic8 Pro Air (12GB +256GB) | ৯০,০০০ টাকা |
Honor Magic8 Pro Air স্মার্টফোন চীনের বাজারে (12GB র্যাম+ 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। ফোনের আনুষ্ঠানিক দাম এখনো পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৯০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় চারটি কালার ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে Black, White, Purple এবং Orange।
Honor Magic8 Pro Air ফোনের স্পেসিফিকেশন
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Honor Magic8 Pro Air স্মার্টফোনে 6.3 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং (1200x2640 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে Mediatek Dimensity 9500 প্রসেসর থাকতে পারে। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 4.21 GHz C1-Ultra পর্যন্ত।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা এবং 50MP আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হতে পারে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। উভয় ক্যামেরাতে 4K ভিডিও রেকড সাপোর্ট করতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5500 mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং ও 5W রিভার্স চার্জিং থাকতে পারে। ফোনটির বডি 6.1 mm স্লিম ডিজাইনের এবং ওজন 158 গ্রাম হতে পারে। ফোনটি MagicOS 10 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলতে পারে।
সোর্স: এখানে ক্লিক করুন