Honor 500 Pro 5G স্মার্টফোন এখন বাংলাদেশের রিটেলার শপে আনঅফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে। তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে শক্তিশালী 8000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 80W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং ও 5W রিভার্স চার্জিং।
Honor-এর আসন্ন মডেল Honor 500 Pro 5G স্মার্টফোনের উন্নত AI প্রসেসর বিশেষ AI ফিচারের মাধ্যমে কাজ করে। এটি ব্যবহারকারীর অভ্যাস বুঝে বিভিন্ন কাজ আরও দ্রুত ও সহজভাবে সম্পন্ন করে, যার ফলে ফোনটি দ্রুত চলে, ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি তোলে যাবে এবং ভুয়া কনটেন্ট শনাক্ত করতেও সাহায্য করবে।
হাইলাইটস
- Honor 500 Pro 5G ফোনে রয়েছে 6000 nits পিক ব্রাইটনেস।
- নতুন এই ফোনে থাকছে 200MP রেয়ার ক্যামেরা।
- ফোনটিতে 8000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
Honor 500 Pro 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে দাম |
| Honor 500 Pro 5G (12GB+256GB) | ৭০,০০০ টাকা (আনঅফিশিয়াল) |
তথ্য অনুযায়ী, Honor 500 Pro 5G স্মার্টফোনটি বাংলাদেশের রিটেলার শপে আনঅফিশিয়ালি একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের 12GB র্যাম+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭০,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে পাওয়া যাচ্ছে Black, Silver, Blue এবং Pink।
Honor 500 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
নতুন Honor 500 Pro 5G স্মার্টফোনে 6.55 ইঞ্চির (FHD+) AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 6000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 4.32 GHz পর্যন্ত

Honor 500 Pro 5G ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো ও 12MP আলট্রা ওয়াইড ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা সেটআপ দিয়ে সহজেই হাই-কোয়ালিটির ছবি এবং 4K ভিডিও রেকর্ড করা যায়। একই সঙ্গে সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা।
ফোনটিতে AI ফিচার থাকায় উন্নত প্রসেসর এই ফিচারের মাধ্যমে আরও স্মার্টভাবে কাজ করতে পারে। ফলে ব্যবহারকারীরা শক্তিশালী পারফরম্যান্স উপভোগ করতে পারবেন। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69K রেটিং দেওয়া হয়েছে। ফোনটি MagicOS 10-ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।
দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করতে Honor 500 Pro 5G স্মার্টফোনে শক্তিশালী 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে রয়েছে 80W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 5W রিভার্স চার্জিং। দারুণ গেমিং পারফরম্যান্স উপভোগ করার জন্য এই ফোনে Phantom Engine 3.0 ব্যবহার করা হয়েছে।