গুগল নতুন একটি উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে দ্রুত ব্যাটারি শেষ হওয়া অ্যাপগুলো শনাক্ত করা সহজ হবে। এই উদ্যোগের আওতায় স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে বেশি কার্যক্রম চালানো অ্যাপগুলো খুব শীঘ্রই গুগল প্লে স্টোরে আলাদাভাবে উপস্থাপন করবে।
নতুন এই উদ্যোগ বাস্তবায়ন হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন কোন কোন অ্যাপ তাদের ফোনের ব্যাটারি বেশি খরচ করছে। ফলে ব্যবহারকারীরা অপ্রয়োজনীয় ব্যাটারি ক্ষয়কারী অ্যাপগুলো বন্ধ বা সীমিতভাবে চালাতে পারবে।
গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, কোনো অ্যাপ যদি নির্ধারিত ব্যাটারি ব্যবহার সীমা অতিক্রম করে, তবে সেই অ্যাপগুলোকে গুগল ব্যাটারি পারফরম্যান্স খারাপ হিসেবে প্লে স্টোরে দেখানো হবে। প্রয়োজনে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য সুপারিশনির্ভর বিভিন্ন স্থানে সেই অ্যাপটির উপস্থিতিও কমিয়ে দিতে পারে।
অ্যান্ড্রয়েডের অ্যাপের সামগ্রিক চিত্র আরও পরিষ্কার করার উদ্দেশ্যে গুগল নতুন কয়েকটি নির্দেশক চালু করতে যাচ্ছে, এর প্রথম ধাপ হলো মেট্রিক। নতুন উদ্যোগের আওতায় গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ভাইটালস সিস্টেম ব্যবহারের মাধ্যমে কোন অ্যাপগুলো স্ক্রিন বন্ধ থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ডে কতক্ষণ কাজ করছে তা দেখানো হবে বলে জানিয়েছে গুগল।
নির্ধারিত নিয়ম অনুযায়ী একজন ব্যবহারকারী যদি কোনো অ্যাপ টানা ২৮ দিনের মধ্যে অন্তত ৫ শতাংশ সেশনের বেশি ব্যাটারি খরচ করে, তাহলে সেই অ্যাপকে সীমা অতিক্রমকারী হিসেবে গণ্য করা হবে এবং সাথে সাথে ডেভেলপাররা অ্যান্ড্রয়েড ভাইটালসের ওভার ভিউ পেজে সতর্কবার্তা পেয়ে যাবে।
গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, গুগল প্লে স্টোরে অ্যাপের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হলেও এই উদ্যোগের মূল লক্ষ্য ব্যাটারির স্থায়িত্ব ও অ্যাপের প্রযুক্তিগত মান উন্নত করা। কারণ এর মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই অপ্রয়োজনীয় ব্যাটারি ও সিস্টেম ক্ষয়কারী অ্যাপগুলো সনাক্ত করতে পারবে এবং চাইলে সাথে সাথে ব্যবস্থাপনাও নিতে পারবে।
নতুন উদ্যোগের আওতায় ডেভেলপারদের ২০২৬ সালের ১ মার্চের মধ্যে তাদের অ্যাপগুলো নতুন অ্যান্ড্রয়েড ভাইটালস মেট্রিক এক্সসিভ পারশিয়াল ওয়েক লক অনুযায়ী আপডেট করতে হবে। তাহলে ব্যাটারি ব্যবহারের উপর আরো বেশি নজর রাখা যাবে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতাও উন্নত হবে।
সোর্স: গুগল