বিশ্বজুড়ে অ্যাপল ও গুগল তাদের ব্যবহারকারীদেরকে সাইবার হামলার সতর্কবার্তা পাঠিয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, ব্যবহারকারীরা রাষ্ট্র-সমর্থিত হ্যাকার এবং বাণিজ্যিক স্পাইওয়্যার সাইবার হামলার নজরে পড়তে পারে। প্রতিষ্ঠান দুটি নজরদারি ও অননুমোদিত অনুপ্রবেশ ঠেকাতে চলমান নিরাপত্তা উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি এ সতর্কবাতা পাঠিয়েছে।
ইনটেলেক্সা নামের স্পাইওয়্যার হামলার নজরে থাকা সকল ব্যবহারকারীকে সাইবার হামলার বিষয়ে সতর্ক করেছে গুগল। সম্প্রীতি ইনটেলেক্সা স্পাইওয়্যার বিশ্বব্যাপী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আরও বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছে গুগল।
ইনটেলেক্সা স্পাইওয়্যারের নজরে থাকা পাকিস্তান, সৌদি আরব, অ্যাঙ্গোলা, মিসর, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তানসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীকে এই সতর্কবার্তা পাঠানো হয়েছে।
ইতিমধ্যে বিশ্বের ১৫০টির বেশি দেশের ব্যবহারকারীকে তারা এ ধরনের নোটিশ দিয়েছে অ্যাপল। এই সতর্কবার্তায় জানানো হয়েছে ব্যবহারকারীদের ঝুঁকির তথ্য। তবে ঠিক কতজনকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছিল বা কোন পক্ষ এর সঙ্গে জড়িত আছে, সে বিষয়ে কোন তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি।
বছরের পর বছর ধরে বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর পাঠানো সাইবার হামলার সতর্কবার্তা আন্তর্জাতিক পরিসরে আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন দেশে সরকারি তদন্তও শুরু হয়েছে।
তবে এ ধরনের সতর্কতা সাইবার গোয়েন্দাদের ওপর চাপ বৃদ্ধি করতে পারে বলে জানিয়েছে কানাডার ডিজিটাল নজরদারি সংস্থা সিটিজেন ল্যাবের গবেষক জন স্কট রেইলটন। ফলে এটি নতুন তদন্তের পথ তৈরি করে এবং স্পাইওয়্যার অপব্যবহারের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করতে সাহায্য করে।
সোর্স: অ্যাপল ও গুগল