আর এক সপ্তাহের মধ্যেই শুরু হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তির অন্যতম প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিক্স শো(সিইএস)। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হতে যাওয়া এ আসরে সারা বিশ্ব থেকে প্রযুক্তি কোম্পানিগুলো তাদের সর্বশেষ প্রযুক্তি নিয়ে হাজির হন। এবারেও সে আয়োজন প্রায় চূড়ান্ত ছিলো। এসময়ই হানা দেয় করোনার নতুন ভ্যারিয়েন্ট।
ইতিপূর্বে গুগল, অ্যামাজন, মেটা, টুইটার সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে এ আসর থেকে। নিজেদের কর্মীদের ভাইরাসের এ অতি সংক্রামক রূপ থেকে দূরে রাখতেই এ ঘোষণা দিয়েছিলো তারা। এবার এ তালিকায় আরও যুক্ত হলো স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস, অন্যতম মাদারবোর্ড নির্মাতা এমএসআই ও চিপ প্রস্তুতকারক এএমডি। অবশ্য বর্তমান প্রেক্ষাপটে এ তালিকায় আরও কোম্পানি যুক্ত হলেও তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।