স্মার্টওয়াচের বৃহৎ স্ক্রিন তথ্য প্রদর্শনের পাশাপাশি ব্যবহারকারীকে ভিডিও দেখায় উদ্বুদ্ধ করতে পারে বলে মনে করে স্যামসাং। সেকথা মাথায় রেখেই ছবি তোলা বা ভিডিও করার সুবিধার্থে স্মার্টওয়াচে ক্যামেরাটির অবস্থান মাঝখানে। স্যামসাং চেষ্টা করছে তার রোলেবল স্ক্রিন প্রযুক্তিকে বাজারজাত করার। সম্প্রতি একটি পেটেন্টের সূত্র ধরে প্রকাশিত হয় সম্ভাব্য স্যামসাং গ্যালাক্সি ওয়াচের নকশা।
কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে সম্ভব হলেও ব্যবহারের ক্ষেত্রে সুবিধাজনক নাও হতে পরে এই পরিধেয় পণ্যটি।। একটি ছবি তুলতে বাহু কে বেশ কিছু সময় একই অবস্থানে রাখা বেশ কষ্টসাধ্য এবং তা দেখতেও অদ্ভুত। আবার টেক্সট রিপ্লাইয়ের ক্ষেত্রে স্ক্রিন বড় হোক কিংবা ভয়েস অ্যাসিসট্যান্ট যতটাই নির্ভুল হোক, তা ফোনের মাধ্যমেই তুলনামূলক সুবিধাজনক। এছাড়া এসব প্রযুক্তিগত বিবেচনার বাইরেও যা ভাবাচ্ছে তা হলো স্মার্টঘড়ির প্রযুক্তিবিদরা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত করতে পারেনি।