Vivo তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে, ১৯ এপ্রিল Vivo V50 Lite 4G বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে। যদিও এই ফোনটি ইতোমধ্যেই তুরস্কে গ্লোবালি উন্মোচিত হয়েছে এবং প্রযুক্তি বিশ্লেষকদের নজর কেড়েছে এর দারুণ সব ফিচার দিয়ে। বিশেষ করে ৬,৫০০mAh বিশাল ব্যাটারি এবং ৯০ ওয়াটের আল্ট্রা-ফাস্ট চার্জিং প্রযুক্তি এই ডিভাইসকে এনে দিয়েছে আলাদা স্বীকৃতি। চলুন এবার জেনে নিই আপকামিং Vivo V50 Lite 4G-এর ফিচার, স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম সম্পর্কে বিস্তারিত।
Vivo V50 Lite 4G ফোনের সম্ভাব্য দাম ও ভ্যারিয়েন্ট
Vivo V50 Lite 4G | সম্ভাব্য প্রাইস |
8GB RAM + 128GB Storage | ৩৫,০০০ টাকা |
Vivo V50 Lite 4G -এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: ৬.৭৭-ইঞ্চি AMOLED ফুল এইচডি+ ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট ও ১,৮০০Nits ব্রাইটনেস।প্রসেসর: Qualcomm Snapdragon 685 চিপসেট ।
র্যাম ও স্টোরেজ:৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ক্যামেরা: পেছনে ৫০ মেগাপিক্সেল AI ডুয়েল ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাটারি: ৬,৫০০mAh ব্যাটারি, যা ৯০W ফ্ল্যাশ ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টেম: Android ১৫
Vivo V50 Lite 4G -এর সম্ভাব্য সম্পূর্ণ স্পেসিফিকেশন
Vivo V50 Lite 4G স্মার্টফোনে রয়েছে ৬.৭৭ ইঞ্চির AMOLED Full HD+ ডিসপ্লে, যেখানে ১২০Hz রিফ্রেশ রেট ও ১,৮০০ নিটস পিক ব্রাইটনেস। এছাড়াও কোম্পানি হতে জানা যায় ফোনটিতে থাকছে ৫০MP প্রাইমারি ক্যামেরা (Sony IMX882 সেন্সর) এবং ২MP ডেপথ সেন্সর। সেলফিপ্রেমীদের জন্য আছে ৩২MP ফ্রন্ট ক্যামেরা প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 685 , সঙ্গে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অপশন।
সফটওয়্যারের দিক থেকে এতে ব্যবহার করা হয়েছে Android 15 ভিত্তিক Funtouch OS 15,যা স্মার্ট ও ব্যবহারবান্ধব ইউজার ইন্টারফেস প্রদান করে। Vivo V50 Lite 4G-এ রয়েছে ৬,৫০০mAh ব্যাটারি, যা মাত্র ২৭ মিনিটে ৫০% এবং ৫৮ মিনিটে ১০০% চার্জ হয়ে যায়! এমনকি আপনি চাইলে এই ফোন দিয়ে ৬ ওয়াট রিভার্স চার্জিং এর মাধ্যমে অন্য ডিভাইসও চার্জ দিতে পারবেন।এছাড়াও ফোনটিতে থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টেরিও স্পিকার, এবং IP65 রেটিং—যা এটিকে ধুলো ও পানির ছিটা থেকে সুরক্ষিত রাখে।
সোর্স :ক্লিক করুন