Login Now

Login with email

Forgot Password

বাংলাদেশের বাজারে লঞ্চ হল 50MP ক্যামেরা সহ Tecno Camon 40 এবং 40 Pro স্মার্টফোন, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

MobileMaya Team
Publish On: Apr 14,2025 11:53 AM
153

বাংলাদেশের বাজারে লঞ্চ হল 50MP ক্যামেরা সহ Tecno Camon 40 এবং 40 Pro স্মার্টফোন, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

টেকনো সম্প্রতি বাংলাদেশের বাজারে তাদের Camon সিরিজের নতুন দুটি স্মার্টফোন, Tecno Camon 40 এবং Camon 40 Pro, লঞ্চ করেছে। ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই দুটি ফোন প্রি-অর্ডার করার সুযোগ থাকছে । প্রি-অর্ডারের সঙ্গে থাকছে বিশেষ উপহার: Camon 40 কিনলে পাবেন একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক, আর Camon 40 Pro কিনলে পাবেন Tecno Watch 3। এই দুটি ফোনে রয়েছে উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি, যা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা উপহার দেবে। এখন চলুন জেনে নেওয়া যাক, Tecno Camon 40 এবং Camon 40 Pro এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।


বাংলাদেশে Tecno Camon 40 এবং Camon 40 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

মডেল ভ্যারিয়েন্ট লঞ্চ প্রাইস
Tecno Camon 40 8GB RAM + 256GB Storage ২৩,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)
Tecno Camon 40 Pro 8GB RAM + 256GB Storage ২৭,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)
Tecno Camon 40 এবং Camon 40 Pro ফোনের বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন ।

Tecno Camon 40 এবং 40 Pro এর 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে ২০,৯৯৯ টাকা এবং ২৪,৯৯৯ টাকা। বাংলাদেশের বাজারে টেকনো এই দুটি মডেলের মাত্র একটি ফোন ভেরিয়েন্ট বাজারে নিয়ে এসেছে । টেকনো ফোনদুটি তাদের গ্রাহকদের জন্য alaxy Black, Emerald Lake Green এবং Glacier White কালার অপশনে বাজারে এনেছে । ফোনটি গুলো আপাতত প্রি-অর্ডারের মাদ্ধমে নেওয়া যাবে আর পরবর্তীতে অফিসিয়াল ব্র্যান্ড শপ, অনুমোদিত দোকান এবং অনলাইন শপ থেকে কেনা যাবে।

Tecno Camon 40 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.78-ইঞ্চির FHD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট।
  • প্রসেসর: Mediatek Helio G100 Ultimate চিপসেট।
  • ক্যামেরা: 50MP প্রাইমারি + 8MP সেকেন্ডারি লেন্স, 32MP ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারি: 5,200mAh ব্যাটারির, 45W ফাস্ট চার্জিং।
  • স্টোরেজ: 8GB RAM ও 256GB স্টোরেজ অপশন।
Tecno Camon 40 ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন

Tecno Camon 40 ফোনে 6.78 ইঞ্চি ফুলএইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। পাঞ্চ-হোল স্টাইল সহ এমোলেড প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120 Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে ।ফটোগ্রাফির জন্য, ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং থার্ড এআই সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।


ফোনটিতে Mediatek Helio G100 Ultimate অক্টাকোর প্রসেসর, অ্যান্ড্রয়েড 15 এবং HiOS 15 অপারেটিং সিস্টেম রয়েছে। এছাড়াও 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হয়েছে।পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Camon 40 ফোনে 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট সহ শক্তিশালী 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Tecno Camon 40 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.78-ইঞ্চির FHD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট।
  • প্রসেসর: Mediatek Dimensity 8200 Ultimate চিপসেট।
  • ক্যামেরা: 50MP প্রাইমারি + 8MP সেকেন্ডারি লেন্স, 50MP ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারি: 5,200mAh ব্যাটারির, 45W ফাস্ট চার্জিং।
  • স্টোরেজ: 8GB RAM ও 256GB স্টোরেজ অপশন।
Tecno Camon 40Pro ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন

Tecno Camon 40এর মতোই Camon 40Pro ফোনেও রয়েছে 6.78-ইঞ্চির ফুলএইচডি+ AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1080 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট । স্ক্রিনটি পাঞ্চ-হোল ডিজাইনযুক্ত, যা একদিকে স্টাইলিশ, অন্যদিকে ভিজ্যুয়াল অভিজ্ঞতাও উন্নত করে।ফটোগ্রাফির জন্য এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি OIS সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং একটি এআই-ভিত্তিক তৃতীয় সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে একটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পারফরম্যান্সের দিক থেকে, ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 8200 Ultimate অক্টা-কোর প্রসেসর। এটি Android 15 ও HiOS 15 ইন্টারফেসে চালিত। স্টোরেজ অপশনের মধ্যে রয়েছে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ।পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,200mAh ব্যাটারি রয়েছে, যা 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে, দীর্ঘক্ষণ ব্যবহার এবং দ্রুত চার্জ করার ক্ষেত্রে সাহায্য করে।

সোর্স লিংক: ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

7300mAh ব্যাটারি এবং 165Hz রিফ্রেশ রেট সহ ভারতের বাজারে আসতে চলেছে OnePlus 15 স্মার্টফোন: জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

OnePlus-এর আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 ভারতের বাজারে আসতে চলেছে। ইতিমধ্যেই কোম্পানির পক্ষ থেকে জানা গেছে, ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট...

new-img

7000mAh ব্যাটারি এবং IP68/IP69 রেটিং সহ Realme 15 5G সিরিজের স্মার্টফোন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে লঞ্চের প্রস্তুতি চলছে: জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

সম্প্রতি Realme 14 স্মার্টফোনটি গত ১২ মে ২০২৫ তারিখে বাংলাদেশে লঞ্চ হয়েছিলো। এবার তারা Realme 15 সিরিজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে লঞ্চ করার প্রস্তুতি নি...

new-img

200 MP ক্যামেরা সহ ভারতের বাজারে আসতে চলেছে Vivo V60e 5G স্মার্টফোন: লঞ্চের আগেই ফাঁস হল স্পেসিফিকেশন ও দাম

৭ অক্টোবর, Vivo তাদের নতুন স্মার্টফোন Vivo V60e 5G ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেছে। কোম্পানির দ...

new-img

ভিডিও দেখার অভিজ্ঞতাকে উন্নত করতে ফেসবুক রিলসে বড় পরিবর্তন আনতে যাচ্ছে মেটা

মেটার সিইও মার্ক জাকারবার্গ গত জানুয়ারিতে জানিয়েছিলেন, তিনি পুরোনো দিনের ফেসবুকে ফিরে যেতে চান। সেই উদ্দেশ্য নিয়ে এই বছর ফেসবুকটি আরও আকর্ষণীয় ও জ...

Discussions