Itel তাদের নতুন মডেল Itel City 200 স্মার্টফোন খুব শিগগিরই বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যে ফাঁস হয়েছে ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম। জানা গেছে, ফোনটিতে 5200mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং ব্যবহার করা হতে পারে।
Itel City 200 স্মার্টফোনে দেওয়া হতে পারে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.78 ইঞ্চির ডিসপ্লে। পাশাপাশি ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে IP65 রেটিং থাকতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে বিস্তারিত।
হাইলাইটস
- Itel City 200 স্মার্টফোনে দেওয়া হতে পারে 5200mAh ব্যাটারি।
- সাথে থাকতে পারে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে।
- ফোনটিতে 50MP রেয়ার ক্যামেরা ব্যবহার করা হতে পারে।
Itel City 200 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Itel City 200 (6GB+128GB) | ১৫,০০০ টাকা |
ধারণা করা হচ্ছে, Itel City 200 স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। ফোনের (6GB র্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে অফিশিয়াল দাম প্রায় ১৫,০০০ টাকা হতে পারে। এছাড়া ফোনটি Bass Black, Echo Silver, Melody Pink এবং Vibe Purple কালারে আসতে পারে।
Itel City 200 ফোনের স্পেসিফিকেশন
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Itel City 200 স্মার্টফোনে 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 700nits পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এছাড়া ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে IP65 রেটিং থাকতে পারে। ফোনটির ডিজাইন 7.45mm স্লিম হতে পারে।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হতে পারে এবং সেলফির জন্য ফোনটির সামনে 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এছাড়া ফোনটিতে 5200mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে।
ফোনটিতে 2 km UltraLink Free Call ফিচার দেওয়া হতে পারে। এটি প্রায় ২ কিলোমিটারের মধ্যে সরাসরি যোগাযোগের ক্ষমতা দিতে পারে — অর্থাৎ দুটি ফোন যদি একে অপরের থেকে ২ কিমি বা কম দূরত্বে থাকে, তারা নেটওয়ার্ক ছাড়াও একে অপরকে কল করতে পারবে। সাথে DTS ফিচারও থাকতে পারে, যা ফোনের সাউন্ডকে আরও পরিষ্কার, জোরালো ও ইমার্সিভ করে তুলবে।
সোর্স: এখানে ক্লিক করুন