iQOO তাদের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO Neo11 5G আগামী 30 অক্টোবর চীনের বাজারে লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই ফাঁস হলো ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, ফিচার ও লুক। ইতিমধ্যেই কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, নতুন এই ফোনের ব্যাক প্যানেলে কালার-চেঞ্জিং অপশন থাকবে, যার ফলে সূর্যের আলো বা নির্দিষ্ট আলোতে ফোনের ব্যাক প্যানেলের রং পরিবর্তন হলে এটি অনন্য এবং আকর্ষণীয় রূপ ধারণ করবে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, iQOO Neo11 5G স্মার্টফোনে শক্তিশালী 7,500mAh ব্যাটারি থাকবে। পাশাপাশি ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হবে। দ্রুত গতির পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 8 Elite প্রসেসর যোগ করা হবে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন।
হাইলাইটস
- iQOO Neo11 5G ফোনে 7,500mAh ব্যাটারি দেওয়া হবে।
- সাথে থাকবে Snapdragon 8 Elite প্রসেসর।
- ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে যোগ করবে।
iQOO Neo11 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| iQOO Neo11 5G (12GB+256GB) | ৫০,০০০ টাকা |
ধারণা করা হচ্ছে, iQOO Neo11 5G স্মার্টফোনটি চীনের বাজারে 12GB র্যাম +256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। বাংলাদেশে এই ফোনের দাম প্রায় ৫০,০০০ টাকা হতে পারে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, নতুন মডেলের এই ফোনটি Silver, Blue, Orange এবং Black কালারে লঞ্চ হবে।
iQOO 15 5G ফোনের স্পেসিফিকেশন ও ফিচার
কোম্পানি জানিয়েছে, iQOO Neo11 5G স্মার্টফোনে 2K রেজোলিউশনের LTPO OLED ডিসপ্লে দেওয়া হবে। যেখানে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। দ্রুত পারফরম্যান্স প্রদান করার জন্য নতুন এই ফোনে Snapdragon 8 Elite প্রসেসর যোগ করা হবে। ফোনটি চীনের বাজারে Silver, Blue, Orange এবং Black কালারে লঞ্চ করবে।
দৈনন্দিন জীবনে দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করতে iQOO Neo11 5G স্মার্টফোনে 7,500mAh ব্যাটারি দেওয়া হবে। দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য এই ফোনে থাকবে IP69/IP68 রেটিং। ফোনটি OriginOS 6 ভিত্তিক অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলবে।
সিকিউরিটির জন্য ফোনটিতে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। কানেক্টিভিটির জন্য এই স্মার্টফোনে 5G নেটওয়ার্ক এবং UFS 4.1 সাপোর্ট করবে। ধারণা করা হচ্ছে, ফোনটি 12GB র্যাম +256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে চীনের বাজারে আসতে পারে। পাশাপাশি ফোনের রেয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা যোগ করতে পারে।
সোর্সঃ ক্লিক করুন