Login Now

Login with email

Forgot Password

ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তনের ফলে, যুক্ত হয়েছে এআই সহ নানা সুবিধা

MobileMaya Team
Publish On: Nov 20,2025 06:19 PM
153

ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তনের ফলে, যুক্ত হয়েছে এআই সহ নানা সুবিধা

মেটা ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তন আনছে। নতুন আপডেটে কোলাবোরেশন বায়িং,কেনাকাটা, সোশ্যাল ফিচার, উন্নত চেকআউট সুবিধা এবং এআই‑ভিত্তিক নানা সুবিধা যোগ করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি, যাতে প্ল্যাটফর্মটি আরও ব্যবহারবান্ধব হয়।

ব্যবহারকারীর পছন্দ মতো পণ্যের তালিকা আলাদাভাবে তৈরির জন্য নতুন এই সংযোজনে সবচেয়ে উল্লেখযোগ্য কালেকশনস নামের একটি ফিচার যুক্ত করা হবে। এমনকি ফিচারটির মাধ্যমে প্রয়োজন অনুযায়ী তালিকাটি পাবলিক বা ব্যক্তিগতভাবে নির্ধারণ করা যাবে। আপনি চাইলে তালিকায় নতুন বন্ধুদেরও যোগ করতে পারবেন। আবার হোয়াটসঅ্যাপসহ অন্যান্য প্ল্যাটফর্মে আপডেট শেয়ার করার সুবিধাও পাবেন। 

মেটার দেওয়া তথ্য অনুযায়ী, কোলাবোরেটিভ বায়িং সুবিধাটি তারা পরীক্ষামূলকভাবে চালু করেছে। ক্রেতারা চাইলে এখন বিক্রতার সঙ্গে চ্যাটে বন্ধুদের যুক্ত করতে পারবে, এর ফলে পণ্য সংগ্রহের সময় বা অন্য কোনো বিষয়ে একসাথে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। 

ঘোষিত এই পরিবর্তনগুলো মার্কেটপ্লেসকে আরও কার্যকর করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মেটার মূল লক্ষ্য হলো সামাজিক যোগাযোগ, অনলাইন কেনাবেচা ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে একত্র করে প্ল্যাটফর্মে ব্যবহারকারীর সময় বাড়ানো ও প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করা।

নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটবক্সে সাজেস্টেড কোয়েশ্চন টু আস্ক’ নামের বাটন দেখতে পাবে।  সেখানে ক্লিক করলে আগের কথোপকথন এবং তালিকাভুক্ত তথ্যের ভিত্তিতে এআই সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজেস্ট করবে। 

এআই দিয়ে তৈরি সারসংক্ষেপ যুক্ত হয়েছে যানবাহন সম্পর্কিত তালিকায়। তরুণ ব্যবহারকারীদের অনুসন্ধানে যানবাহন অন্যতম শীর্ষ বিভাগ হওয়ার ফলে এতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মেটা। 

এখন যেকোনো তালিকা খুললেই ইঞ্জিনের ধরন, সুরক্ষা বৈশিষ্ট্য, গিয়ার ব্যবস্থা, আসন ও মালামাল ধারণক্ষমতা, রিভিউ এবং দাম সকল তথ্য এক সাথে দেখা যাবে। পাশাপাশি মার্কেটপ্লেসের পণ্যের তালিকায় সরাসরি প্রতিক্রিয়া জানানোর সুবিধাও যোগ করা হয়েছে।

মেটা মনে করছে, এতে ব্যবহারকারীরা পণ্যের মান সম্পর্কে সহজে ধারণা পাবে এবং নতুন তালিকা খুঁজে পাওয়া সহজ হবে। তবে দীর্ঘদিনের সাধারণ নকশার প্ল্যাটফর্মে এ ধরনের সোশ্যাল ফিচার যোগ হওয়ায় কেউ কেউ এটিকে অতিরিক্ত মনে করতে পারেন। তবে ব্যবহারকারী যখন কোনো পণ্যের আগ্রহ দেখাবেন, প্ল্যাটফর্ম তাদের পছন্দ বিশ্লেষণ করে একই ধরনের আরও পণ্যের তালিকা দেখাতে শুরু করবে বলে জানিয়েছে মেটা।

ফেসবুক মার্কেটপ্লেসে আরো নতুন একটি ইবে ও পস্মার্কের তালিকা যুক্ত হয়েছে, ফলে ফ্যাশন, ইলেকট্রনিকসসহ বিভিন্ন বিভাগে পণ্যের পরিসর বেড়ে গেছে।  এছাড়াও, অংশীদারদের তালিকায় একটি বিশেষ আইকন থাকবে, ব্যবহারকারীরা সেই আইকনটি পণ্যের বিবরণ ও তথ্য সহ মার্কেটপ্লেস ফিডে দেখতে পাবে।

ক্রেতা যখন পণ্য কেনার সিদ্ধান্ত নেবে তখন তাকে অংশীদার প্ল্যাটফর্মের সাইটে প্রবেশ করাবে। পাশাপাশি চেকআউট প্রক্রিয়াতেও পরিবর্তন এসেছে, তাই এখন ক্রেতারা শুরুতেই মোট খরচ, শিপিং খরচ ও করসহ প্রয়োজনীয় সব তথ্য দেখতে পারেবে। যদি অর্ডারের অবস্থা পরিবর্তন হয় সেটি তাৎক্ষণিক নোটিফিকেশন পাঠাবে।

সোর্স : মেটা 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Realme Narzo 90 5G Series আগামী 16 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে: সাথে থাকবে 7000mAh ব্যাটারি ও 144Hz রিফ্রেশ রেট

রিয়েলমি-এর আসন্ন সিরিজ Realme Narzo 90 5G আগামী 16 ডিসেম্বর 2025 তারিখে ভারতেরবাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে গুরুত্বপূর্ণ স্পে...

new-img

Xiaomi Redmi Note 15 5G স্মার্টফোন আগামী 6 জানুয়ারি ভারতে লঞ্চ হবে: সাথে থাকবে 108MP OIS প্রাইমারি ক্যামেরা

আগামী 6 জানুয়ারি 2025 তারিখে Xiaomi Redmi Note 15 5G স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হবে। ইতিমধ্যে শাওমির অফিশিয়াল সাইটে ফোনের 108MP Master Pixel Editio...

new-img

অ্যাপল ও গুগল তাদের ব্যবহারকারীদের সাইবার হামলার বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছে

বিশ্বজুড়ে অ্যাপল ও গুগল তাদের ব্যবহারকারীদেরকে সাইবার হামলার সতর্কবার্তা পাঠিয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, ব্যবহারকারীরা রাষ্ট্র-সমর্থিত হ্যাকার এবং...

new-img

খুব শীঘ্রই চীনের বাজারে আসতে চলেছে Honor Robot স্মার্টফোন

বিশ্বের প্রথম Robot স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে অনার। জানা গেছে ২০২৬ সালের মাঝামাঝিতে নতুন এই ফোনটি তৈরির কার্যকলাপ শুরু করবে। ফোনটি লঞ্চের তারিখ এ...

Discussions