ফোল্ডেবল গ্যালাক্সি জি এর পর এবার রোলেবল-স্লাইডেবল ডিসপ্লের কমপক্ষে আরও দুটি নতুন ডিজাইন সংযুক্ত করতে যাচ্ছে স্যামসাং। অভিনব ডিজাইন এর রোলেবল-স্লাইডেবল ডিসপ্লে ২০২১ সালে স্যামসাং ডিসপ্লে জগতে একটি নতুন মাত্রা যোগ করবে এবং নেতৃত্ব দেবে বলে আশা করছে স্যামসাং।
বর্তমানে ফোল্ডেবল ডিসপ্লে জগতে রাজত্ব করছে গ্যালাক্সি ফ্লিপ এবং ফোল্ড জেড সিরিজ। কাজেই রোলেবল-স্লাইডেবল ডিসপ্লের আগমনে গ্যালাক্সি জেড ফোল্ড হুমকির মুখে পড়বে কি না- সে প্রশ্ন উঠতেই পারে। সেটি হলেও তা যে নিকট ভবিষ্যতে নয়, তা বলেই দেয়া যায়। শুধুমাত্র চলতি ২০২১ সালেই আরও চারটি ফোল্ডেবল ডিসপ্লের ফোন নিয়ে আসবে স্যামসাং। এছাড়া গত কয়েক জেনারেশন এর গ্যালাক্সি বেনডেবল ডিভাইস গুলোতেও প্রযুক্তিগত সীমানা পর্যন্ত রিফ্রেশ রেট বর্ধিত হবে।
ফোল্ডেবল ফোনের পাশাপাশি যেহেতু রোলেবল, স্লাইডেবল ডিসপ্লেও বাজার দখলের প্রান্তে, তাই ২০২২ সালকে স্যামসাং এর জন্য সাফল্যের সূচকে নিশ্চয়তার বছর বলেই ধরে নেয়া যায়।