ফাইভজি প্রযুক্তির সম্প্রসারণে ৫০০ মিলিয়ন ইউরো ঋণ গ্রহণ নকিয়ার

Tuesday, August 28 2018 ফিনল্যান্ডের টেলিকম যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া সম্প্রতি ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে ৫০০ মিলিয়ন ইউরো( ৫৭২ মিলিয়ন ডলার ) ঋণ গ্রহণ করেছে। সর্বাধুনিক ফাইভজি প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়নে এই অর্থ ব্যব‌হার করবে নকিয়া। উল্লেখ্য, হুয়াওয়ে, এরিকসন ও নকিয়া বিশ্বের টেলিকম যন্ত্রাংশের প্রধান সরবরাহকারী।

নকিয়া ফাইভজি প্রযুক্তির সম্প্রসারণে ৫০০মিলিয়ন ইউরো ঋণ গ্রহণ করলো
credit : reuters


বর্তমানে বাংলাদেশে প্রচলিত ফোরজি নেটওয়ার্ক থেকে ৫০ থেকে ১০০ গুণ দ্রুতগতিতে ডেটা আদান-প্রদানে সক্ষম ফাইভজি নেটওয়ার্ক। ফাইভজি প্রযুক্তি উচ্চগতির ডেটা সেবার সাথে সাথে জীবনমানে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম। গতমাসে যুক্তরাষ্ট্রের টি-মোবাইলের সাথে এই ফাইভজি নেটওয়ার্কের সম্প্রসারণে ৩.৫ বিলিয়ন ডলারের চুক্তি করে নকিয়া।

জিএসএমএ-এর হিসাব অনুসারে ২০২৫ সাল নাগাদ ১২০কোটি মানুষ সক্রিয়ভাবে ফাইভজি নেটওয়ার্ক ব্যব‌হার করবে।
share on