বিশ্বের সর্ববৃহৎ ফাইভজি ক্রয়াদেশ পেলো নকিয়া

Monday, July 30 2018 মার্কিন টেলিকম অপারেটর টি-মোবাইল পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক উন্নয়নের জন্য বেছে নিলো ফিনল্যান্ডের নকিয়া কর্পোরেশনকে। ৩৫০ কোটি ডলারের এ কার্যাদেশ এযাবৎকালে ফাইভজি সংক্রান্ত সর্ববৃহৎ কার্যাদেশ। ভেরাইজন ও এটিএ্যান্ডটি -র পরে টি-মোবাইল মার্কিন যুক্তরাষ্টের তৃতীয় বৃহত্তম মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান।

পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক মূলত অত্যন্ত দ্রুতগতির ইন্টারনেট সেবার জন্য সারাবিশ্বেই ব‌হুল আকাঙ্খিত। তবে টেলিকম অপারেটরেরা এ প্রযুক্তিতে উত্তরণে বরাবরই 'ধীরে চলো' নীতিতে বিশ্বাশী। কেননা সংযুক্তি বা কানেক্টিভিটিতে যে বিনিয়োগের প্রয়োজন পড়ে তা খুব দ্রূত লাভের মুখ দেখতে পায়না। তবে দীর্ঘমেয়াদে তা নতুন প্রযুক্তির উদ্ভাবন ও জীবনমানে ব্যাপক উন্নতিতে ভূমিকা রাখে।

বিশ্বের সর্ববৃহৎ ফাইভজি ক্রয়াদেশ পেলো নকিয়া
credit : reuters


টেলিকম যন্ত্রাংশ সরবরাহ ব্যবসায় হুয়াওয়ে, নকিয়া ও এরিকসন তিন শীর্ষ সরবরাহকারী। সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীদের চাপে থাকা নকিয়ার জন্য এ বিশাল চুক্তি নি:সন্দেহে নতুন দিনের সূচনা করবে।
share on