স্মার্টফোন ও ট্যাব মেলার পর্দা নামছে আজ

Saturday, January 08 2022 ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বরাবরের মতো এবারও বসেছে 'স্মার্টফোন ও ট্যাব এক্সপো'। এক্সপো মেকারের এ আয়োজনে অংশ নিচ্ছে প্রায় প্রতিটি স্মার্টফোন ব্র্যান্ড। গত ৬ই জানুয়ারী এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানি বাংলাদেশের জন্য এক অভাবনীয় অর্জন। উল্লেখ্য, দেশে বর্তমানে ১৪টি মোবাইল হ্যান্ডসেট সংযোজন কারখানা রয়েছে।

স্মার্টফোন ও ট্যাব মেলার পর্দা নামছে আজ


মেলা উপলক্ষ্যে শাওমি, অপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি -স‌হ প্রতিটি ব্র্যান্ড নিয়ে এসেছে আকর্ষণীয় ছাড় ও নতুন পণ্যের ঘোষণা। শাওমি ফোন ক্রয়ে থাকছে উপ‌হার ছাড়াও ৪০০০ টাকা পর্যন্ত ছাড়। অপো মেলায় অবমুক্ত করছে যাচ্ছে নতুন অপো ফাইন্ড এন। বিভিন্ন মডেলের ফোনে ছাড়স‌হ এবার মেলায় লাকি ড্রয়ের মাধ্যমে একটি এলইডি টিভি প্রদান করবে ভিভো।

শাওমি ফোন ক্রয়ে থাকছে উপ‌হার ছাড়াও ৪০০০ টাকা পর্যন্ত ছাড়


আজ ৮ই জানুয়ারী সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। এবারে মেলায় রাখা হয়নি কোনো প্রবেশ ফি। তবে থাকছে স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা।

share on