ইলেকট্রনিক্স পণ্যের আসর সিইএস থেকে সরে দাঁড়ালো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান‌

বৃহস্পতিবার, ডিসেম্বর 23 2021 প্রযুক্তি পণ্যের বৈশ্বিক আসর কনজ্যুমার ইলেকট্রনিক্স শো(সিইএস) অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মাসে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। প্রাথমিকভাবে পরিকল্পনা থাকলেও শেষ মূহুর্তে এ আয়োজনে সরাসরি অংশগ্রহণ থেকে বিরত থাকার কথা জানিয়েছে অ্যামাজন, ফেসবুক, টুইটার। সর্বশেষ ২০২০ সালে মহামারী পূর্ব সময়ে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয় এ ইলেকট্রনিক্স শো। এই আয়োজনে ১,৮০,০০০ জনসমাগমের অতীত রেকর্ড রয়েছে। এদিকে, গুগল এখন পর্যন্ত সরাসরি অংশগ্রহণের ব্যাপারে কোনো আপত্তি জানায়নি।

ইলেকট্রনিক্স পণ্যের আসর সিইএস থেকে সরে দাঁড়ালো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান‌
Image Courtesy: BBC/Getty Image


আগামী ৫ই জানুয়ারী অনুষ্ঠিতব্য কনজ্যুমার ইলেকট্রনিক্স শো চলবে ৪ দিন ব্যাপী। এসময়ে বিশ্বের তাবৎ প্রযুক্তি কোম্পানি তাদের সাম্প্রতিক উদ্ভাবন নিয়ে হাজির হবেন। তবে, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আগ্রাসীভাবে সারাবিশ্বে ছড়িয়ে পড়ায় নতুন করে ভাবতে হচ্ছে আয়োজকদের। ওমিক্রনের তান্ডবে শীর্ষ প্রতিষ্ঠান‌গুলো অংশ না নিলে বাকীরাও যে সেই ধারা অনুসরণ করবেন তা খানিকটা অনুমান করা যায় আগেভাগেই।
share on